নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

দু:খিত হয়ত করোনা আক্রান্ত হয়ে আমাদের দেশেও কিছু মানুষ মরবেই

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:২২


আমাদের দেশে দেয়া প্রথম ধাপের লকডাউন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে,আর লকডাউন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবারো
ব্যস্ত হয়ে পড়বে শহর ও শহরের কর্ম জীবনের মানুষেরা ।হয়ত অফিস আদালত আর ব্যবসাহিক প্রতিষ্ঠান গুলো কিছু নিয়মে আবধ্য
বা সচেতনটায় ভূমিকা রাখবে । তবুও হয়ত যাদের শরীর দূর্বল,বয়স্ক লোক,যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম,এই ধরনের
বেশ কিছু মানুষ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে,এতে কোনো সন্দেহ নাই ।

তবে একটা সময় এসে সব ঠিক হয়ে যাবে,আর তখন হয়ত এই মহামারি করোনা হয়ে যাবে সাধারন ভাইরাসের মত বা সাধারন কোনো
রোগ ।প্রথম অবস্থায় কিছু মানুষ মরে গেলেও একটা সময় দেখা যাবে এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের শরীরে রোগপ্রতিরোধ
ক্ষমতা ভালো থাকার কারনে অনেক করোনা আক্রান্ত হওয়া স্বত্বেও করোনা তাদের দূর্বল করতে পারবেনা বরং তাদের কাছে হার মেনে
নিবে এই মহামারি করোনা ভাইরাস । আর ততদিনে হয়ত এই মহামারি করোনা ভাইরাসের কোনো না কোনো ভ্যকসিন বা টিকা আবিস্কার
হয়ে যাবে । সব মিলিয়ে হয়ত আমাদের ৬ মাস বা ১ বছর অথবা দেড় বছরও সময় লাগতে পারে এই জটিলয় সময় কেটে উঠতে।
তবে একটা কথা স্পষ্ট যা আমি শিরোনামে বলে দিয়েছি এই দূর্রযোগময় সময় কেটে উঠতে উঠতে আর সেই সুদিন আসতে আসতে
দু:খিত হয়ত আমাদের মাঝে থেকে কিছু মানুষ চিরবিদায় নিয়ে চলে যাবে ।তাদের হয়ত আমরা বাঁচাতে পারবোনা,তারা হয়ত দু:খের পরে
সুখের সেই দিনগুলো দেখে যেতে পারলেন না ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩১

নেওয়াজ আলি বলেছেন: সরকার ভেবেচিন্তে ভালো পদক্ষেপ নিবে আশা করি।

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আলি ভাই আমাদের সকলের পক্ষ থেকে সরকারের প্রতি দোয়া থাকল সে যেন ভালো পদক্ষেপ নিতে পারে,তাদের মাথায় যেন
আল্লাহু সুবুদ্ধি দেন । তবে সঠিক পদক্ষেপ নিতে পারলে হয়ত মৃত্যুর হার কিছুটা কম হওয়ার স্ভবনা আছে ভাই । দেখা যাক
আমাদের ভাগ্যে কি লেখা আছে ।শুভ সকাল আলি ভাই ।

২| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



এই লকডাউন আরো ১ মাস চালানো দরকার।

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার কথা সাথে আমিও এক মত ওস্তাদ । তবে আমাদের যে সাধারন মানুষদের জন্য সেটা খুব ভয়ংকর হবে ।
ঘরে বসে থেকে না খেয়া মরতে হবে । তবে হ্যা সরকার যদি তাদের তহবিল থেকে সাধারন মানুষদের জন্য এগিয়ে
আসেন সে ক্ষেত্রে এরকম দুর্যোগময় সময় কাটিয়ে ওঠা সম্ভব ।

৩| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

নূর আলম হিরণ বলেছেন: এই সাধারণ ছুটি আরো বৃদ্ধি পাবে।

২৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরকারের কাছে আবেদন সাধারন ছুটির পাশাপাশি তারা যেন বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে সাধারন মানুষের পাশেও দাড়ান ।

৪| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আর কিছুদিন গেলে দেশের পরিস্থিতি বুঝা যাবে।
তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে।

২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ।

৫| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৬

কানিজ রিনা বলেছেন: সবচেয়ে বেশী সমস্যা হবে সাধারন মধ্যবিত্তরা
যারা না পারবে হাত পাততে না পারবে বলতে।
আর দেশে মধ্যবিত্তরা ৬০% ছোট চাকুরী ব্যাবসা
করতে না পারলে তারা ঘরে বসে না খেয়ে থাকা
ছারা আর কিছু করার থাকবে না।

২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম ঠিক কথা বলেছেন আপু ।

৬| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো বলেছেন ।

২৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।

৭| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৩:২১

শুভবাদী রোদ বলেছেন: অন্যদেরকে না বুঝিয়ে লিখা উচিত ছিলো, আমাদের কেউ কেউ মরবে! আপনি, আমি সবাই ই তো আছি এর মধ্যে, কিন্তু লেখার ভংগীতে মনে হচ্ছে আপনি এর মধ্যে পড়েন না।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আমি কাউকে একা বুঝাই নাই । আমি পুরো জাতিকেই বুঝিয়েছি । হয়ত আপনি আমাকে ভুল বুঝতেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.