নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী-তে জন সংখ্যা বেশি হওয়ার জন্য করোনা এসেছে জন সংখ্যা সিমীত করতে

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৮


আজ ক'দিন থেকেই একটা বিষয় আমার মাথায় খুব চাপ দিচ্ছে,আর সেটা হল হঠাৎ করে পৃথিবীতে করোনা কেন আসলো ।
যেমন ভাবনা তেমন গতিময় স্বপ্নরাজ । আরে ওই যে ওটাকে কি যেন বলে মনে হচ্ছে.......... না এখন মনে কথাটা মনে হচ্ছে না ।
যাই হোক কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে তার ফলাফল আবার হ্যালুকিসনের মাধ্যমে পাই ;) !
গত রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গেলাম ঘুমাতে,কিন্তু কোনো ভাবেই ঘুম আসছিল না। একবার বিছানার এ পাশ আরেকবার
বিছানার ও পাশ করতে করতে নিজের অজান্ত কখন যেন নয়ন দু;টো বন্ধ হয়েছিল সেটা বলতে পা-রি-না ।

যাই হোক রাত ৩টা বেজে কুড়ি মিনিটে একটা স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল । স্বপ্নটা এমন ছিল কেউ বলছে শোন
পৃথিবীতে দিনে দিনে মানুষের সংখ্যা বেশ বেড়ে যাচ্ছে,আর এত মানুষ আবার এই সকল মানুষদের থাকার জন্য বাড়ি ঘর বানানো
বা কত বড় বড় ভবন তৈরি করতে হচ্ছে। আর এত কিছুর ভার পৃথিবী বহন করতে পারছে না তাই এখন কয়েকদিন পর
পর ঘুর্ণিঝড়,সিডোর,এবং ভূমিকম্প দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা আর আমার ওপরে চাপ প্রয়োগ করো না
আমি আর তোমাদের চাপ সহ করতে পার.........ছিনা ।পৃথিবীরও একটা জীবন আছে আছে তারও চাপ ভার বা ওজন সহ করার
মত অনেক ক্ষমতা । তবে কেহ তার চাহিদার চেয়ে অতিরিক্ত কোনো কিছুই বহন করে না। এদিক দিয়ে পৃথিবীকে ধন্যবাদ দেয়া উচিত
তার কোনো চাহিদা নেই,কেয়ামত বা পৃথিবীর শেষ অবাধি যতই বড় বড় বাড়ি ঘর ইমারত,ভবন তৈরি করা হোক না কেন,
সেগুলোর ভার সহ বা বহন করতে পৃতিবী একটুও পিছু পা হবে না ।

তবে পৃথিবী মানুষকে খুব ঘৃণা করে,এর কারন হলো পৃথিবী সব কিছুর ভার ওজন শ করতে পারলেও,কিন্তু পৃথিবীর ওপর বসে
আমরা যে নির্যাতন চালাই করি অন্যায় অত্যাচার আর অবিচার,এগুলোর ওজন পৃথিবী কোনো ভাবেই সহ করতে পারেনা ।
এই জন্য পৃথিবী মাঝে মধ্যে আমাদের ওপর মহামারি রোগবালাই দিয়া আমাগো মজা দেখান ।

আচ্ছা যাই হোক পৃথিবীতে এখন মোট জন সংখ্যা কত সেটা আমার জানা নাই যদি কারো জানা থাকে তাহলে দয়া করে
আমাকে জানাবেন । তবে আমার মনে হয় পৃথিবীতে এখন যারা বৃদ্ধ আছেন তারা পৃথিবীর কাছে আগাছার মত হয়ে গেছে তাই
পৃথিবী করোনার মত কিছু মহামারি দিয়ে বৃদ্ধালোক দের আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে যাচ্ছেন ।পৃথিবী-তে যে সকল ডাক্তার
আছেন তারাও কেমন যেন স্বার্থপরের মত ব্যবহার করা শিখে যাচ্ছেন,তারা বৃদ্ধাদের কোনো মূল্যায়ন করতে চান না।
অথচ ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে ওই সকল বৃদ্ধা লোকগুলোই একটা সময় পৃথিবী-কে নিত্য নতুন অনেক কিছু
আবিস্কার করে উপহার দিয়েছেন ।আর আমরা অকৃতজ্ঞের মত তাদের অবহেলা করে সযত্নে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি
যেন সমাজের বৃদ্ধা মানুষগুলোর প্রতি আমাদের কোনো দয়িত্ব নেই ।

আমার কাছে মনে হয় পৃথিবী-তে জন সংখ্যা বেশি হওয়ার জন্য করোনা এসেছে জন সংখ্যা সিমীত করতে ।কেননা এখন আমাদের অন্যায় অবিচার দেখে দেখে পৃথিবীও আর আমাদের ভার বহন করতে চাইছে......না ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ''তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর
মোহ-কালিমা ঘুচায়ে।।''

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর উপরে বরসা রাখুন সব ঠিক হয়ে যাবে তবে কিছু মানুষ মরবে,হয়ত আমিও মরে যেতে পারি ।

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমীন ।

৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৯

কুকরা বলেছেন: জনসংখ্যা বেশি হওয়ার জন্য না। পাপাচার বেশি হওয়ার জন্য করোনা মহামারী এসেছে। সাদা কলারের তথাকথিত সভ্য ক্রিমিনালরা - যারা আইন করে গর্হিত পাপাচারকে বৈধতা দিয়ে যাচ্ছিল তাদের পাপের শাস্তি হিসাবে এই মহামারী আরম্ভ হয়েছে।

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তিনিই সব জানেন যে রব আমাদের সৃষ্টি করেছেন । তিনি আমাদের সকলের মংগল করুক ।সুন্দর গঠন মুলক মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


তা'হলে, করোনা আসার কারণটা কেহ একজন আপনাকে "স্বপ্নের মাঝে বলেছে"? আপনি এই ধরণের অমুলক ধারণাকে কেন্দ্রে রেখে, আজকের পুরো বিশ্বের ভয়ানক সমস্যার উপর পোষ্ট দিচ্ছেন! ভালো

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;) রাগ করছেন কেন যা সত্যি তাইতো বলছি। পৃথিবীতে আমাদের মানুষের সংখ্যাতো আর কম হলো না । ;)

৫| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: অলরেডি বিশ্বের ৩৫ হাজার লোক মারা গেছে। আর কত মরবে??

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু একমাত্র এর সঠিক খবর জানেন ।

৬| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



এটা কি সত্য, "স্বপ্নে কেহ একজন আপনাকে বলছে ...?"

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি যা মনে করেন ।

৭| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫০

ঠ্যঠা মফিজ বলেছেন: এই মরনব্যাধির শেষ কোথায় একমাত্র বিধিই জানেন ।

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিধির বিধান কখনো বদালানো যায়না ।

৮| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৮:১১

শাহারিয়ার ইমন বলেছেন: জনসংখ্যা প্রায় ৮৫০ কোটি

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাহলে ধরে নিন ৫০ কোটি শেষ হয়ে যাবে । ;)

৯| ৩১ শে মার্চ, ২০২০ রাত ২:৫০

ইফতি সৌরভ বলেছেন: স্বপ্নের পরিকল্পনায় ভুল আছে। দেশে দেশে যেভাবে লক-ডাউন আর ঘরে ঘরে বন্দি থাকা বাড়ছে তাতে জনসংখ্যা একবছর পর এক লাফে বৃদ্ধি পাবে কারন পৃথিবী জুড়ে এখন গর্ভ/জন্ম নিরোধক এর বড় অভাব/তীব্র সংকট । সার্বিকভাবে জনসংখ্যা কমার কোন চান্স নেই

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এরই মধ্যে খবর পেয়েছি পত্রিকায় মালোশিয়ায় নাকি কন্ডম রফতানি করতে পারছে না । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.