নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

করোনাভাইরাস ধ্বংস করার মহা ওষুধ আবিস্কার হয়েছে বা সন্ধান পাওয়া গেছে

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:০২


চীন থেকে শুরু হওয়ার পর পরই প্রায় দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া নোবেল করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লাখ ৪০ হাজার ৯৯৮ জন, আর মারা গেছেন প্রায় ৫৫ হাজার ১৯৫ জন।এক কথায় পুরো বিশ্ব কাপছে প্রাণঘাতী এই করোনাভাইরাসের কারনে।পুরো বিশ্বের অবস্থা যখন তালমেটাল প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্তে ঠিক তখনই আশির্বাদ সুূরুপ সুখবর পাওয়া গেল । অ্যান্টি-প্যারসিটিক বা পরজীবীনাশী ওষুধ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই নাকি করোনাভাইরাসকে ধ্বংস করে দেয়।এখনো এই মহা ওষুধটি মানবদেহে পরীক্ষা করা হয়নি,শুধুমাত্র ল্যাবেই পরীক্ষা করা হয়েছে।তবে গবেষকরা বলেছেন,ইভারমেকটিনের মাত্র এক ডোজই মানব কোষে বেড়ে যাওয়া করোনাভাইরাসকে থামিয়ে দিতে পারে।মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টি-প্যারসিটিক ওষুধ ইভারমেকটিনের এক ডোজই করোনাভাইরাসকে থামিয়ে দিতে পারে।তবে পরজীবীনাশী ওষুধটি নিয়ে আরো বিস্তারিত গবেষনা করা হবে। অ্যান্টিভাইরাল রিসার্চ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

সূত্র :এখানে আরো বিস্তারিত

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায় পেয়েছেন? ইহা এন্টি প্যারাসাইটিক, এন্টিভাইরাল নয়। আপনি কোথায় পেয়েছেন তথ্য?

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তথ্যের লিং দিয়ে দিছিতো একটু চেক করে দেখুন ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আলহামদুলিল্লাহ,
দারুন সুখবর।
আশা করি অচিরেই
এ ওষুধটি বিশ্বের
সব দেশে সহজলভ্য হবে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনশাল্লাহ ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এছাড়াও মানবদেহের কোষে করোনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে কার্যকর কয়েকটি অ্যান্টিবডি পৃথক করার কথা জানিয়েছেন চীনের একদল বিজ্ঞানী। এগুলো কোভিড-১৯ এর চিকিৎসা ও প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন তারা।
সম্প্রতি বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ঝাং লিনছি ও তার টিম এই অ্যান্টিবডিগুলো সম্পর্কে গণমাধ্যমকে জানায়। খবর রয়টার্স'র।
ঝাংয়ের টিএম এখন সবচেয়ে কার্যকর অ্যান্টিবডিগুলো শনাক্ত করার কাজে মনোনিবেশ করেছে। অগ্রগতি সন্তোষজনক হলে প্রথমে প্রাণীর ওপর, তারপর মানুষের ওপর ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। এরপর আগ্রহী উৎপাদকরা ওষুধটির উৎপাদন শুরু করতে পারবেন।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা আরো বিস্তারিত খবর জানানোর জন্য ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:২১

অন্তরন্তর বলেছেন: আসলে সত্যি কথা হল এখন পর্যন্ত কভিড ১৯ সম্বন্ধে কারও ভালভাবে ধারনা নেই তাই এক এক দেশ এক এক রকম মেডিসিন এর কথা বলছে। আপনি যেটা বলেছেন তা যেন সত্যি হয় ভাই। সমস্ত পৃথিবীতে মৃত্যুর মিছিল দেখে দেখে খুব শঙ্কিত। আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা করি আল্লাহুর রহমতে আমরা অল্প কিছু দিনের মধ্যেই এসব ওষুধের কার্যকর সম্পর্কে জানতে পারবো ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:৩০

নতুন বলেছেন: আশা করি তাদের এই দাবি যেন মানব দেহে আশানুরুপ কাজ হয়।

https://www.sciencedirect.com/science/article/pii/S0166354220302011

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


এসব "মানব কন্ঠ" ইত্যাদিকে সিরিয়াস মনে হয় না।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: সুখবর । মানুষ যেন এর সুফল পায়

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: এসব "মানব কন্ঠ" ইত্যাদিকে সিরিয়াস মনে হয় না।

মানব কন্ঠের সিরিয়াস হওয়ার দরকার কি? যারা ওষূধ আবিস্কার করেছে তারা সিরিয়াস হলেই মঙ্গল।
"আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি
তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।"

[আল ইমরান; ১৩৯]
আল্লাহতায়ালা কোরআনে কারিমে বলে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদানগণ! ধৈর্য্যধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার। -(সূরা আলে ইমরান: ২০০)
সব বিষয়ে নিরাশ হওয়া আপনার একটা রোগ। চিকিৎসকের পরামর্শ নিন।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:

@নূর মোহাম্মদ নূরু,
আপনি বলেছেন, "সব বিষয়ে নিরাশ হওয়া আপনার একটা রোগ। চিকিৎসকের পরামর্শ নিন। "

- রিসার্চ করছে অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি, ঔষধ হচ্ছে আমেরিকান, আবার উহা এন্টি-প্যারাসাইটিক, রিপোর্ট করছে বাংলাদেশী; এই আর কি!

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৩:৪৭

মিরোরডডল বলেছেন: I watched this in national news here . Its not a vaccine but a possible drug for Covid19 cure.
Expected Human trial in a month.

https://www.eurekalert.org/pub_releases/2020-04/mu-pcd040320.php

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৯:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
ভুয়া ঔসধ।
এন্টি-প্যারাসাইটিক, মানে ম্যালেরিয়া জাতিয় রোগের ঔসধ।
কিছু বয়ষ্ক করোনায় মৃত্যুপথযাত্রির কিছুটা উপসম হয় কি না গবেষনা চলছে মাত্র।

ম্যালেরিয়া জ্বরে ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন ও এজিথ্রোমাইসিন এফডিএ অনুমোদন দিয়েছিল, না পারতে, যেহেতু অনেকে মারা যাচ্ছে।

হাইড্রক্সিক্লোরোকুইন ও এজিথ্রোমাইসিন সাত দিন সেবনে কিছু মৃত্যুপথযাত্রি রোগী বেঁচে গেছিল, সেটাও হাসপাতালে থেকে ডাক্তারদের নিবিড় তত্তাবধানে কিছু রোগিকে দেয়া যায়।
কিন্তু কখনোই নিজে নিজেই খাওয়া যাবে না।
নিউইয়র্কে বেশিরভাগ রোগি বাসায় থেকে চিকিৎসা হচ্ছে , কারন হাসপাতালের ফ্লোরেও যাগা নেই।
কিছু বাংগালী ডাক্তারকে না জানিয়ে নিজের সিদ্ধানে হাইড্রক্সিক্লোরোকুইন ও এজিথ্রোমাইসিন সেবনে সাথে সাথে কার্ডিয়াক এরেষ্টে মারা যায়। সুতরাং সাবধান।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ দোকান মালিক সমিতি হিসেব দিয়েছে, দোকান বন্ধ থাকায় একদিনে তাদের ক্ষতি হচ্ছে ১০৭৪ কোটি টাকা। ক্ষতিপূরণ হিসেবে তারা সরকারের কাছে আড়াই হাজার কোটি টাকা ঋণসহায়তা চায়। এ ঋণ এক বছর মেয়াদে, যা তারা ছ' মাস পর থেকে শোধ করতে শুরু করবে।
আমি খবরটা পড়ে কিছুই বুঝতে পারি নি। প্রথমত, লাভ না হওয়া আর ক্ষতি হওয়া এক কথা নয়। যদি একে দোকানদারদের ক্ষতি বলি, তার অর্থ দাঁড়ায়—দোকান বন্ধ থাকায় সদাইপাতি সমিতির প্রতিদিন লাভ হচ্ছে ১০৭৪ কোটি টাকা। হা হা হা। কিন্তু চালবাজি এখানেই শেষ নয়।

১৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: @নূর মোহাম্মদ নূরু,
রিপোর্ট করছে বাংলাদেশী; এই আর কি!
রিপোর্ট বাংলাদেশ করলেও রিপোর্টটি
অ্যান্টিভাইরাল রিসার্চ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

১৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: আমি সরকারকে বলতে চাই, আর সিদ্ধান্তহীনতা নয়। যা করবেন সমন্বিত সিদ্ধান্ত নিন এবং জনগণকে জানান। মানুষকে আর হয়রানি নয়।

১৬| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৯

স্প্যানকড বলেছেন: ঝিম মাইরা আল্লাহ আল্লাহ করেন। ঔষধ ফউসুদে কাম হইতে মেলা দেরি। তবে আশা করতে দোষ কি?এই আর কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.