নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সরকার বলেছেন আমাদের ১ বছরের খাদ্য মজুত আছে

০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৯

কালকে ৬ই এপ্রিল সমবার ডিবাগত পার হয়ে
সন্ধে ৭টায় বাসার বাড়িওয়ালা এসে ঘরের দরজার সামনে হাজির তাকে চলতি মাসের বাড়া দিতে হবে ।
বাড়িওআলার কথা ভাই বিদুতের কাড শেষ টাকা না দিলে আপনাকোই সমস্যা হবে বিদুত ছাড়া থাকতে হবে ।
ভালো কথা ওনার বাসায় যেহেটু থাকি সেহেটু তাকে বাড়া দিতেই হবে,আর আমরা বাড়াটিয়ারা এখনো বলি নাই
যে তাকে বাড়া দিবোনা । কথা হলো প্রতি মাসে ১০ থেকে ১২ তারিখে বাড়া দেয়া হয় তখন বিদুতের কাড শেষ হয়না।
হালায় বাড়িওয়ালা চরম অমানবিক লোক সেটা তার কালকের আচরনেই বোঝা গেল ।

আমরা বাড়াটিয়া না শুধু মোটামুটি সারা পৃথিবীর মানুষ আছে জীবন মরনের সামনা সামনি দাড়িয়ে,কারো মনই ভালো
নেই । নেই হাতে কারো টাকা পয়সা । তাছাড়াও মার্চের ২৫ তারিখ থেকে শুরু হয়েছে লকডাউন,আমার মনে হয়না ঠিক
মত এখনো কেহ মার্চ মাসের বেতন পেয়েছেন,অথচ বাড়িওয়ালা এপ্রিল মাসের বাড়ার জন্য এপ্রিল মাসের ৬তারিখে এসেই
হাজির । যাক সে কথা বাড়িওয়ালার আর কি দোষ যে দেশের সরকার ঠিকমত জনগনের খবর রাখেন না সে দেশের বাড়িওআলারা
এরকমই হবে এটাই স্বাভাবিক ।

সরকার বলেছেন আমাদের ১ বছরের খাদ্য মজুদত আছে,অথচ এখনো সরকার তেমন কোনো শক্ত বা ভালো পদক্ষেপ নেননি।
এখনো পযন্ত সরকার সাধারন মানুষদের পক্ষ নিয়ে বাড়িওয়ালাদের শক্ত ভাবে বলেননি যে কম পক্ষে ৩ থেকে ৪ মাস বাড়াটিয়ারা
কোনো ভাড়া দিবেনা বা বাড়িওআলারা যাতে বাড়াটিয়াদের কাছ থেকে কোনো ভাড়া না নেন ।

অথচ কয়দিন আগেও আমরা শুনেছি মাননিয় প্রধান মন্ত্রী নিজের মুখে বলেছেন,আমাদের চিন্তার কোনো কারন নেই আমাদের দেশে যে
খাদ্য মজুত আছে সেগুলো দিয়ে ১বছর চলবে । অথচ খবর নিলে দে্বখা যাবে গত কয়েকদিনে কত লোক না খেয়েই অনাহারে মরেছে।
মুখে মুখে বড় বড় কথা না বলে সরকার এবং সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা দয়া করে সাধারন দিনমজুর মানুষগুলোর
পাশে এগিয়ে আসুন ।

আর বাড়িওআলাদেরও খালি ভাড়ার কথা চিন্তা না করে একটু ভাড়াটিয়াদের কথা চিন্তা কইরেন। একটা কথা প্রতিটা
বাড়িওআলাদের মনে রাখতে হবে আজকে যদি রাঝধানী ঢাকা না হত তাহলে ভাড়াটিয়ারাও ঢাকা আসতো না আর আপনার
বাসায় ভাড়াও থাকতো না । একটু ভেবে দেখুনতো যদি কোনো ভাড়াটিয়া আপনার বাসায় ভাড়া না থাকতো তখন আপনি
কি করতেন ?
হয়ত এমনো হতে পারতো যদি বাংলাদেশের রাজধানী ঢাকার বাহিরে অন্য কোনো জেলায় হত তখন হয়ত আপনি বাড়িওআলা
না হয়ে ভাড়াটিয়া হয়ে আজ যে আপনার ভাড়াটিয়া সে হয়ত তখন আপনার বাড়িওআলা থাকতো আর আপনি ভাড়াটিয়া তখন
আপনি আজকের এমন অবস্থায় কি করতেন ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


এত দরিদ্র মানুষের দেশে, খরা, বন্যা ও ঝড়ের দেশে কমপক্ষে ৩ বছরের খাবার মজুত করার কথা; শেখ হাসিনা কাজের থেকে ক্রাইম বেশী করছেন।

০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাদের দেশের অনেক মানুষকেই মনে হয় না খেয়ে মরতে হবে।

২| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৭

বিষাদ সময় বলেছেন: সরকার এত বড় জনসংখ্যার একটা দেশ চালাতে গিয়ে ক্রমাগত ভুল করে যাচ্ছে তা তো সব সময় বলছেন....কিন্তু এতটুকু একটা লেখা লিখতে গিয়ে আপনি কেন হালি, হালি বানান ভুল করলেন তা বলতে পারবেন? ;)

০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে ওগুলো ভুল না ওগুলো হলো নতুন বানানে নতুন শব্দ । বাংলা ডিকসেনারিতে কালেক্ট করুন। ;)

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

সাইন বোর্ড বলেছেন: সরকার থেকে শক্তভাবে বলা হলেও মনে হয় না বাড়িওয়ালারা সেটা মানবে, এর মধ্যে কেউ যদি ভাড়া না নেয়, সেটা বলতে হবে একান্তই তার মানবিকতা ।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সলে আজকাল মানুষের মানবিকতা নেই বল্লেই চলে।

৪| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯

ঢাবিয়ান বলেছেন: ভাড়া না নিলে বাড়িওলারা চলবে কিভাবে ? বাড়ীঅলাদেরো পেট আছে, তাদেরো খেয়ে পড়ে বাচঁতে হয়।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ৮টা ১০ টা বাড়ি থেকে সারা জীবন ভাড়া নেয়ার পরে যদি ১বছরের ভাড়া না ছেড়ে দিতে পারে তাহলে বলতে হবে বাড়িওয়ালা
ভিক্ষুকের চেয়ে ভিক্ষুক ।

৫| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সরকার ভালো। আমাদের দেশের মানুষ ভালো না।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.