নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

হয়ত এটাই শেষ দেখা

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৮


হয়ত এটাই একজন মা আর সন্তানের শেষ দেখা।হয়ত আর হবেনা এই সন্তান আর মায়ের দেখা ।
এক মা তার সন্তানকে বুকে জরিয়ে কেঁদে কেঁদে বল্লেন বাবা তোকে চুমো দেয়ার জন্য খুবই করতে ইচ্ছে ছিল,
কিন্তুু আল্লাহ আমাকে এমন এক রোগের রোগী বানিয়েছেন,যে তোকে ছোঁয়াও যাবেনা,তাই ৩দিন ধরে কান্না করে করে
তোকে কোলে নেয়ার জন্য ডাক্তারের কাছে অনুমতি পেয়েছি । সেটাও আবার আমাকে প্লাস্টিকের ভিতরে থাকতে হবে ।
বাবারে আমি আমার জন্য একটুও ভাবিনা আমার ভাবনা যেটুকো সেটুকো শুধু তোর জন্য । হয়ত আমি যেটুকো সময় বেচে থাকবো
সেটুকো সময় তোর কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাবো,কে তোকে বাবা বলে ডাকবে,কে তোকে খাওয়াবে,কে তোকে পড়াবে ।
আমি মরে গেলে তোর বাবা তো আরেকটা বিয়ে করে ঘরে তোর নতুন মা নিয়ে আসবে, কিন্তু তোর সে নতুন মা কি আমার মত
করে তোকে মায়ের আদর দিবে ?
বাবারে আমি মরেও শান্তি পাবোনা ! শুনেছি করোনার রোগী মারা গেলে জানাজা হয়না মাটি চাপা দিয়ে দেয় ।
কতদিন বাচবো জানিনা ! তবে আল্লাহ যেনো এমন ভয়ংকর রোগ কাউকে না দেন ।
এই কথা বলে একজন করোনা ভাইরাসে আক্রান্ত মা সন্তানের কাছে থেকে শেষ বিদায় নিয়ে নিজের বেডে চলে যান।
আসুন আমারা সে মায়ের সুস্থতা কামনা করি ।

ইন্টারনেট সংগ্রহ !

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৩

ফয়সাল রকি বলেছেন: খুবই মর্মান্তিক!

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু রক্ষা করার মালিক । রকি ভাই সামনে হয়ত আমাদের জন্য আরো মর্মান্তিক সময় আসছে ।

২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাশক্তি কোনদিনও ছিলো না; এসব ছবি দিয়ে এসব কথা লিখতে হয় না; আপনি ব্লগে অনেকদিন আছেন, কিছুই শিখতে পারলেন না।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু শিখলে লাভ হয়না ওস্তাদ । তাই শেখার আগ্রহ নাই । সত্য বড়ই নির্মম ওস্তাদ ।

৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫০

রিদওয়ান হাসান বলেছেন: আপনার লেখাটি কাল্পনিক কিনা জানি না, কিন্তু ছবিটা দেখে এমন কিছুই কল্পচিত্রে উঠে আসতেছে।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৮

রাজীব নুর বলেছেন: ছবিটা ফেসবুকে দেখে ভীষন কষ্ট লেগেছে।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় মর্মান্তিক ।

৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১১

নেওয়াজ আলি বলেছেন: । আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই কামনা করি ভাই ।

৬| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:২৯

রাফা বলেছেন: ছবি কথা বলে ....এই ছবিটাও অন্য কথা বলছে।

কে বললো করোনা রুগীর জানাজা হয়না?

উদ্ভট ভাবনা থেকে আপনার লেখা বলেই আমার বিশ্বাস।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বিশ্বের করোনা পরিস্থিতি দৃশ্য বলে ।

৭| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন আতঙ্ক সৃষ্টি করার মত খবর না দেয়াই ভালো। সত্যিকারের কোনও আশার খবর থাকলে সেগুলি দেয়া উচিত। আপনি হয়ত কষ্ট থেকে লিখেছেন।

১১ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশা আলো কখন ফুটবে সেটা এক মাত্র আল্লাহু জানেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.