নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

প্লীজ বাড়িওআলা ভাইরা অসহায় মানুষদের প্রতি একটু দয়া করুন

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৫


সরকারের কাছে আবেদন করছি দয়া করে কলাবাগানের মত ঘটনা যেন দেশের আর কোথাও না ঘটে,সেই দিকে একটু নজর রাখবেন।
ঘটনা হল ঢাকার কলাবাগান এলাকার এক বাড়িওয়ালা সঠিক সময়ে ভাড়া দিতে পারেন নাই বলে সেই তিন সদস্যের একটি পরিবারকে বাসা থেকে বের করে দিয়েছেন। পুলিশের হস্তক্ষেপে রাতভর চেষ্টার পরও পরিবারটির স্থান হয়নি বাসায়। পরে বাড্ডায় মায়ের বাসায় ঠাঁই নেন তারা।বাবা সচিবালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া বাসার মালিক সম্পা আক্তার পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ করলেও পুলিশ বলছে সবই মিথ্যা। পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা বলেছি অন্তত একটা রাত তাদের থাকতে দেন। কিন্তু তারা শোনেনি।ভূক্তভুগি কুলসুম বলেন মাত্র ১ মাসের বকেয়া ভাড়ার জন্য বাসা থেকে বের করে বাসায় তালা দিয়েছে বাড়িওয়ালা। আমরা এই অবস্থায় উনাদের টাকা দিবো কিভাবে। ফলে দুই মাসের শিশু তাউসিফসহ তিন সন্তানকে নিয়ে রাস্তায় দাড়াতে বাধ্য হয়েছি।

আহারে মানুষ আর মনে হচ্ছে মানুষ নাই ।
যেখানে সারা পৃথিবী থমকে যাওয়ার মত অবস্থা,সেখানে যদি মানুষ একটু মানুষের পাশে না দাঁড়ায়,
মানুষ হয়ে মানুষের দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দেয়, তাহলে পৃথিবীতে মানুষ না থেকে সেই পাথর
যুগের মত ডায়নাসরের যুগ হলেই ভালো হত ।তাহলে হয়ত মানুষও থাকতোনা আর কোনো মানুষ
মানুষের সাহায্যের দিকে তাকিয়ে থাকতো না । রাস্তায় বের হলে গরিব অসহায় মানুষগুলোর দিকে
তাকালে বড় বেশি কষ্ট লাগে । যদি আমার সমর্থক থাকতো আমি ওদের দিকে হাত বাড়িয়ে দিতাম,
কিন্তু মন দিছে আল্লা ধন দেন নাই । এটাই বড় বাস্তব যে পৃথিবীতে কিছু মানুষের মন আছে কিন্তু
সেই সকল মানুষেকে আল্লাহু অর্থ সম্পদ ধন দেন নাই ।
ঘটনা আরো বিস্তারিত জানতে নিচে ইউটিভি থেকে ঘুরে আসুন

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: সচিবালয়ের ওই কর্মকর্তাকে দুদকের নজর দারিতে আনা হোক।

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরো আছে,সম্পা আক্তার বলেছেন আমরা আব্বা সচিবালয়ে চাকরি করে। আমার ভাই র‍্যাবে চাকরি করে।

২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: এমন পাওয়ার দেখানো লোকদের আমাদের সমাজে একটু সমিহ করে চলতেই হয়, নইলে দূর্নীতির চ্যাম্পিয়নসিপ হাতছাড়া হওয়ার প্রবল শংকা থেকেই যায়।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরকারের উচিত এখন ঐ বাড়ির সম্পর্কে ভালোভাবে খোজ খবর নেয়া এবং এই ঘটনা কেন হলো সেই বিষয়ে ভালো ভাবে তদন্ত করে যার দোষ তার বিরুদ্ধে আইনিত সঠিক ব্যবস্থা নেয়া ।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১০

শুভ্র মিহির বলেছেন: অন্য কোন ঘটনা আছে বোধহয় । এই দুর্যোগেের দিনে বাড়িওয়ালা রিস্ক নেওয়ার সম্ভাবনা কম ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এমনো শুনা গেছে বাড়িওআলি শম্পা নাকি সুদেরও ব্যবসা করেন । যদিও আমার জানাতে ভুল হতে পারে ।

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


সচিবালয়ের পিয়ন থেকে চীফ সেক্রেটারী সবাই ঢাকায় বাড়ীর মালিক; এগুলো মানুষের ও সরকারের টাকা ডাকাতী করে করা হয়েছে; বাড়ীগুলো দখল করার সময় হয়েছে।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরকারে উচিত এই ঘটনাকে কেন্দ্র করে ঐ বাড়ির সব খোজ খবর নেয়া ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: অন্য সময় হলে হয়ত এটা এত খারাপ লাগত না, কিন্তু এই দুঃসময়ে নতুন বাসা পাওয়া এবং সেখানে উঠা খুব কঠিন ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দিনে দিনে মানুষের মধ্যে থেকে আসলে মানবতা শব্দটা উঠে যাচ্ছে ।

৬| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৩

বিষাদ সময় বলেছেন: বাড়িওয়ালাদের বিরুদ্ধে কখনও কোন কঠিন শাস্তিমূলক ব্যবন্থা নেয়া সম্ভব না। কারণ বাড়িওয়ালা মানেই ক্ষমতাবান। .....

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি হইলে ওরকম দুই চারটা বাড়িওআলাকে জুটা পেটা করে সারা ঢাকা শহর ঘুরিয়ে ছাড়তাম ।কপাল ওদের ভালো
যে আমার ভাগে পরে নাই ।

৭| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৪

শুভ্র মিহির বলেছেন: বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের সাথে জড়িত ।
অনেক হাজী সাহেব মাগরিবের নামাজ পড়ে সুদের টাকা উসুলের জন্য দোকানে বাড়িতে হানা দেন

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদিন এই সুদের টাকার হিসাব দিতে হবে দয়াল প্রভুর কাছে ।

৮| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " একদিন এই সুদের টাকার হিসাব দিতে হবে দয়াল প্রভুর কাছে । "

-প্রভু যদি টাকা পয়সার হিসেব জানতেন, আপনি হাজার কোটী তাকার মালিক হতেন; একা বসুন্ধরা টাকার মালিক হতো না।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই তার পরিক্ষা।

৯| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবার জন্য সমবেদনা।

১০| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

নেওয়াজ আলি বলেছেন: সব বদ যেন যেন আমাদের দেশে

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা আবার বলতে হয় । সব সব একদম ..........................

১১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

(লাইলাবানু) বলেছেন: সবার মধ্যে থেকে মানবতা কমে যাচ্ছে ।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু তাই না মানুষ থেকে আমরা আমানুষে পরিনিত হচ্ছি ।

১২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " সবই তার পরিক্ষা। "

-কিছু না জেনে, না পড়ে, না বুঝে, বেশ ব্লগিং করেই বেড়াচ্ছেন; আপনাকে কেহ পরীক্ষা করলে, আপনি কোন কিছুতেই পাশ করার কথা নয়।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমাকে কেহ পরীক্ষা করলে,নাকি আমি পরিক্ষা দিলে কোনটা হবে ওস্তাদ ? =p~

১৩| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঈমানের পরীক্ষা হয় সংকট কালে। বাংলাদেশের মানুষের ঈমানের পরীক্ষা হয়ে যাচ্ছে।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ১০০% সহমত ।

১৪| ২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: আমার মা ভাড়াটীয়াকে বলেছে, দেশের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়া দিতে হবে না। এমন কি মা রান্না করে তাদের খাবার দিচ্ছে প্রায়ই।

২০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু মা'কে দীর্ঘ আয়ুত্ব করুক । আমিন !
আমাদের এলাকায় আজ ধরা খাইছে,একজন ।
আপনাদের এলাকার খবর কি ?
একটু সতর্ক ভাবে চলাফেরা কইরেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.