নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

২০২২ সালের মধ্যে আমরা অনেকেই হয়ত মরে যাবো

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

আসুন সকলে ভালো কাজ করি ২০২২ সালের মধ্যে আমরা অনেকেই হয়ত মরে যাবো ।
আজ টিভির এক প্রেস বিফ্রিং এ দেখলাম বলছিল মহামারি কোবিড ১৯ বা করোনা ভাইরাস ২০২২ সাল
পযন্ত থাকবে,বিশেষ করে ভ্যাকসিন যতদিন তৈরি না হবে । করোনা ভাইরাস বা কোবিড ১৯ গরম কালে
একটু কম আক্রমন করে আর শীত আসলে তখন ভয়ানক রূপ নেয় । এখন আমাদের দেশে গরম কাল
চলছে,আর এখনই যে পরিমান মানুষ আক্রমনিত হচ্ছে এবং মৃত্যু বরণ করছে,তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে
শীতকাল শুরু হলে কি পরিমান লাশের মিছিল শুরু হতে পারে।এটা নিশ্চিত ২০২২ সাল আসতে আসতে
বা ভ্যাকসিন তৈরি হওয়ার আগে পযন্ত শীতকাল এলে এই করোনা ভাইরাসের আক্রমনে আমাদের বাংলাদেশের
অনেক মানুষ মারা যাবে ।তাই আসুন মরে যাওয়ার আগে যতটুকো পারা যায় আমরা ভালো ভালো কাজ করার
চেষ্টা করি । নিজেও বাঁচার চেষ্টা করি অন্যকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করি ।আসুন করোনার এই মহামারির
ভিতরে বিনা কাজে বা বিনা প্রয়োজনে ঘরের বাহির না হয়ে ঘরে বসে আল্লাহুর ইবাদতে বন্দিকির মধ্যে যেমন
নামাজ পড়ি,বেশি বেশি কোরআনা পড়ি,দোআ দুরুদ পড়ি । মাঝে মধ্যে আমাদের আশেপাশে থাকা অসহায়
মানুষদের ভালো মন্দ খোঁজ খবর নিতে হবে,তারা ভালো আছে না কোনো কষ্ট আছে সেগুলো । আর যার যার সাধ্য মত যতটুকো পারবো অসহায় মানুষগুলোর দিকে আমাদের সাহায্য সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দিবো । যদিও আমরা চিরকাল কেউই
বেঁচে থাকবো না,একদিন না একদিন সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। তবে সেই মৃত্যু যেন হয়
সন্মান জনক । তবে আমার কাছে করোনা ভাইরাসের পরিস্থিতি দেখে মনে হচ্ছে মৃত্যু যেন আমাদের
প্রতিটা ঘরের দরজার ওপার দাঁড়িয়ে আছে,যখন যার যাওয়ার সময় হচ্ছে তখন তাকে ধরে টেণে
উপরে নিয়ে চলে যাচ্ছে ।আসুন আমরা সবাই বার বার মৃত্যুর কথা স্বরণ করি,আর সমাজের জন্য কিছু
ভালো কাজ করি।যাতে আগামি প্রজন্ম আমাদের মনে রাখতে পারে ।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৪

শুভ্র মিহির বলেছেন: রাখে আল্লাহ্‌ মারে কে?

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সর্ব শ্রেষ্ঠ এবং সর্ব শক্তিমান ।

২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


আপনার উচিত ব্লগিং থেকে বিদায় নিয়ে এবাদত ইত্যাদি করা; ব্লগিং মনে হয় বেদায়েত ফেদায়েত কিছু একটা হবে। আপনি ভীতু মানুষ, ব্লগে হতাশা ছড়াচ্ছেন; আপনার উচিত ছুটি নেয়া।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানিনা হয়ত করোনা ভাইরাসের জন্য কার কার মিত্যু হবে । আজ খবর পেলাম আমাদের বাসার পাসে কয়েকটা বাসার পরে এক বাসায় ধরা পরছে ।

৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

আহা রুবন বলেছেন: ২০২২ সালে কী হবে জানি না, এখনও তো বেঁচে আছি। এবং বেঁচে থাকতেই চাই।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই আসুন নিজেও সতর্ক হই এবং অন্যকেও সতর্ক করি ।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০২

সাইন বোর্ড বলেছেন: মরার আগ পর্যন্ত অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে, তা না হলে বেঁচে থাকার আনন্দটুকু শেষ হয়ে যাবে ।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সেটাই বলতে চেয়েছি।

৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

সুপারডুপার বলেছেন: মামা, আপনার চিন্তা কী ! আপনার জন্যতো কোবিড ১৯ ভ্যাকসিন কালাজিরা তো আছেই ! অনেক ইয়ার্কি ফাজলামি করছেন। এখন ভালো হয়ে যান। এলকোহল টেলকোহোল বাদ দিয়ে সহি হাদীসের কালাজিরা ধরেন।

৬| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: মানুষ তো প্রতিনিয়তই মরছে। এটা স্বাভাবিক। ২০২২ এ মরবে এরকম কোনো কথা নেই।
এত আশাহত হলে চলবে??

৭| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৪

নতুন বলেছেন: মারা গেলে তো করোনাতে মারা যাওয়াই সবচেয়ে ভালো। শহীদী মৃত্যু সবচেয়ে ভালো।

পরে মারা গেলে শহীদ হওয়া যাবেনা। :)

চিন্তা নাই সবার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। করোনা সংক্রামন এড়াতে সচেতন হউন।

মারা সবাই যাবে কিন্তু সেটা যেন হয় একটা সময় পরে যখন মনে হবে যে এখন মারা গেলে আফসোস থাকবেনা। পরিবারে সবাইকে ভালো একটা পযায়ে রেখে পরিপূণ` একটা জীবনের শেষ করতে পারার চেস্টাই করা উচিত।

আমার ধারনা আগামী ১ মাস পরে বাংলাদেশে সংক্রামন কমে যাবে।

বাইরের অনেক দেশেই সংক্রামনের উদ্ধগতি কিছুটা কমছে। অনেক দেশেই মৃত্যুহার কম হচ্ছে।

চিন্তা করবেন না।

কবি বলেছিলেন...
"If winter comes, can spring be far behind?"

৮| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪১

মেহবুবা বলেছেন: আমরা আল্লাহর কাছ প্রার্থনা করি যেন সব ঠিক হয়ে যায় ।

৯| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫০

মা.হাসান বলেছেন: মামু এত তাড়াতাড়ি মরমু? বড় সাধ আছিলো গেবনে একবার হইলেও আম্রিকা যামু।

আমার সাধ না মিটিলো...

১০| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫২

নেওয়াজ আলি বলেছেন: সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ ।

১১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬

এ্যাক্সজাবিয়ান বলেছেন: ছাদগাজী পঁচা কাহা ব্লগটা নিজের সম্পত্তি মনে করতাছে, হেরে মডু আবার ব্লক মারবো, হ্যায় বিড়াট গাধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.