নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামনে রোজার মাস,তাই সব বন্ধ রাখা সম্ভব না

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৩


খুলে দিতে মন চাইলে কিছু কেন বা সন্ধা থেকে ভোর পযন্ত কেন বাহিরে বের হওয়া নিষেধ থাকবে ?
খুলে দিতে মন চাইলে কিছু খুলে না দিয়ে বাংলাদেশের সব অফিস,ও ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল,কলেজও খুলে দিন।
আর শুধু সন্ধা ৬টা থেকে সকাল কেন সারাদিন রাত্র যেন মানুষ রাস্তা ঘাট যেখানে সেখানে যেতে পারে সেটাও ওপেন
করে দিন। পাশাপাশি বাংলাদেশের সকল রোড বা রাস্তায় গাড়ি চলার সুযোগও করে দিন !
তাতে অন্তত বাংলাদেশের যারা এখনো আক্রান্ত হননি তারা আক্রান্তও হবেন এবং যারা সুস্থ ভাবে বেঁচে আছেন,
তারা অসুস্থ হয়ে মরতে পারবেন ।লক ডাউন খোলার আগে মানুষের নিরাপত্তা একবার হলেও ভেবে দেখবেন
মাননীয় প্রধান মন্ত্রী ।না হলে আপনাদের ভুল সিদ্ধান্তের জন্য দেশের মানুষের জান মালের যে ক্ষয়ক্ষতি হবে
তার পুরো দায়ভার আপনাদের নিতে হবে ।আজ টিভি বিফ্রিং দেখলাম আমাদের মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন,
সামনে রোজার মাস,তাই সব বন্ধ রাখা সম্ভব না ।

সামনে রোজার মাস,তাই সব বন্ধ রাখা সম্ভব না,এটা আমাদের বাংলাদেশের প্রধান মন্ত্রী'র বক্তব্য !
আপনদের সকলের বক্তব্য কি ?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



উনি জানেন, সবাই জানে যে, দরিদ্রদের জন্য দেয়া খাবার ও টাকা চুরি হচ্ছে; একমাত্র মিলিটারী এগুলো সঠিকভাবে বন্টন করতে পারে; কিন্তু উনি ভয়ে মিলিটারীকে এগুলো করতে দিচ্ছে না।

শেখ সাহেব ১৯৪৮ সালে, নতুন স্বাধীনদেশে পড়ালেখার গোষ্টী মেরে ছাত্রলীগ করে, আওয়ামী লীগের মাথায় উঠে বাংগালীর জাতিকে ধ্বংশ করে গেছে।

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর বলবো বলেন বলার কিছুই নাই। যেখানে সব কিছু বন্ধ থাকা সত্বেও মানুষ মরছে আক্রান্ত হচ্ছে সেখানে লকডাউন খুলে
দিলে কি হতে পারে একবার ভাবলে শরীরের পশম দাড়িয়ে যায় ,।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



২০ হাজার পিএইচডি আছে দেশে, ১০ হাজার পিএইচডি শিক্ষক বসে বসে বেতন নিচ্ছে; উনি এদেরকে বলছে জাতিকে সাহায্য করতে?
উনি ৭০ জন সেক্রেটারীকে গরীবদের সাহায্য করতে পাঠায়েছেন, সেক্রেটারীরা গরীবদের ঘৃণা করে; এসব সেক্রেটারীকে কাজ করতে দেবে স্হানীয় আওয়ামী লীগ পান্ডারা? পান্ডারা স্যারকে হোটেলে পাঠিয়ে দিয়ে নিজের সব দখলে নিবে।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মহল্লায় সরকারি ভাবে তেমন বেশি একটা রিলিফ দেয়ার দৃশ্য চোখে পড়ে নাই ।

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৬

ডার্ক ম্যান বলেছেন: সম্ভবত নরকের দুয়ার খুলে দিতে চাইছেন

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু ভালো জানেন আমাদের কপালে কি ঘটবে ।

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মালয়েশিয়া যেখানে আরো দুই সপ্তাহ লকডাউন বৃদ্ধি করেছে
সেখানে বাংলাদেশ কেন ট্রাম্পকে অ্নুসরণ করতে যাচ্ছে
মাথায় ঢুকছে না। আরো অন্তত ২ সপ্তাহ মানে আগামী ১২ মে
পর্যন্ত কঠোর ভাবে লকডাউন বহাল থাকুক। হাদিসের আলোকে
যানা যায় ১২ মে সকালের আকাশে সুরাইয়া নামক তারকাপুঞ্জের
উদয় হবে, তখন আল্লাহর রহমতে বিদায় নিতে পারে করোনা।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মহান আল্লাহু আমাদের সকলকে রক্ষা করো।

৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রীর জন্য আমার খুব মায়া লাগে।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তিনি খুব ভালো মানুষ।

৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২

নতুন বলেছেন: হাদিসের আলোকে
যানা যায় ১২ মে সকালের আকাশে সুরাইয়া নামক তারকাপুঞ্জের
উদয় হবে, তখন আল্লাহর রহমতে বিদায় নিতে পারে করোনা।
[/sb

দোয়া খায়ের করে কি করোনা থেকে মুক্তি পাওয়া যায় না?

দেওয়ানবাগীর সাথে তো আল্লার ডাইরেক্ট কথা বাতা হয়। তিনি রাসুল সা: কে প্রায়ই স্বপ্নে দেখেন।

৭| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৭

নেওয়াজ আলি বলেছেন: সব ছোট ছোট চোর চারিদিকে

০২ রা মে, ২০২০ রাত ১২:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

৮| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯

রাজীব বলেছেন: আমার মনে হয় করোনা মহামারী চলে গেলে আমাদের দুই শিফটে কাজ করা উচিৎ। সকল সরকারি ও বেসরকারি অফিস দিনে ও রাতে দুই শিফটে চালানো যেতে পারে। এতে লকডাউনের ক্ষতি কাটিয়ে উঠা যাবে।

০২ রা মে, ২০২০ রাত ১২:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত।

৯| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৫

মা.হাসান বলেছেন: চাল চুরি আর মিথ্যা কথা বন্ধ করা সম্ভব না, বাকি গুলা বিবেচনা করা যেতে পারে।

০২ রা মে, ২০২০ রাত ১২:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

১০| ১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৬

বককত বলেছেন: get more waz mizanur rahman ajahari waz,সুখী হওয়ার উপায়,mizanur rahman,
প্রধানমন্ত্রীও যে কারণে ভয় পেয়েছিলেন
channel link: https://youtu.be/wwNIWSoV7NY

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.