![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫৪ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড এবং হলিউড কাঁপানো অভিনেতা ইরফান খান।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন ।তিনি ভারতের বেশ কয়েকটা হিন্দি সিনেমায় পুরুস্কার পেয়েছেন ।
তিনি বাংলাদেশের ডুব সিনেমাতে অসাধারন অভিনয় করছেন ।২০১৪ সালে ইরফান খান জানিয়েছিলেন প্রথমেই তিনি
অভিনেতা হতে চাননি। বরং তিনি শৈশব থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই অনুযায়ী তিনি জয়পুরে ক্রিকেটের
অনুশীলনও শুরু করে দিয়েছিলেন। তিনি ক্রিকেট মাঠে অলরাউন্ডারের ভূমিকা পালন করতেন বলে জানিয়েছিলেন।জয়পুর
দলের হয়ে ক্রিকেট খেলার সময় তিনি সিকে নাইডু টুর্নামেন্টে খেলার সুযোগ পান। তিনি জয়পুরের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে
এই সুযোগ পেয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছেড়ে তিনি অভিনয়ের জগতে পা রাখেন বলে জানিয়েছিলেন
ইরফান খান।সিকে নাইডু ট্রফিতে খেলার জন্য সেই সময় তার ৬০০ টাকা প্রয়োজন ছিল। কিন্তু তিনি সেই টাকা জোগাড় করতে
পারেননি। তিনি বলেছিলেন, সেদিনই তিনি তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। উল্টো ৩০০ টাকা দিয়ে তিনি
ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে ভর্তি হয়েছিলেন। সেই টাকাও তার দিদি জোগাড় করে দিয়েছিলেন।
তথ্যসূত্র: ইন্টারনেট ।
৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন !
২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: ক্ষন জন্মা মানুষ। অসময়ে চলে গেলেন প্রিয় অভিনেতা
০১ লা মে, ২০২০ রাত ১১:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তার জন্য এবং ঋশি কাপুরের মাগফেরাত কামনা থাকলো।
৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:২৯
নেওয়াজ আলি বলেছেন: প্রিয় অভিনেতা । এবং ভালো লোক।
০১ লা মে, ২০২০ রাত ১১:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তার মাগফেরাত কামনা করছি।
৪| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৯
জাফরুল মবীন বলেছেন: চমৎকার অভিনয় করতেন।একদম ন্যাচারাল মনে হতো।
০১ লা মে, ২০২০ রাত ১১:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উনার অভিনিত সিনেমাগুলো অনেক ভালো লাগে।তার মাগফেরাত কামনা থাকলো।
৫| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪৩
শুভ্রনীল শুভ্রা বলেছেন: অদ্ভুত বিষয় হলো উনি ডুব ছবিতে হুমায়ুন আহমেদকে চরিত্রায়িত করেছিলেন। তাঁর মতোই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন।
০১ লা মে, ২০২০ রাত ১১:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পৃথিবীর অনেক অদ্ভুত বিষয় আছে যার রহস্য কেবল সৃষ্টিকর্তাই জানেন।
৬| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ অভিনেতা ছিলেন।
০১ লা মে, ২০২০ রাত ১১:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকেন না।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৯
ঊণকৌটী বলেছেন: ভ্যাগিস উনি কৃকেটার হন নি। তাই তো আমরা পেয়েছি এই যুগের সর্বশ্রেষ্ট অভিনেতাকে, ধূমকেতুর মতো আসলেন এবং চলে গেলেন। উনার অভাব কখনো পুরণ হবেনা। ঈশ্বর উনার পরিবারকে সহায়তা করুক।