![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষ করে প্রাম বাংলার সাধারণ জনতা ও মা বোনদের নিকট নন্দিত ওয়ায়েজ হযরত মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন (ভৈরবী) আর আমাদের মাঝে নেই। উনি আজ ইন্তেকাল করেছেন আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন আমিন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন।পরিবার সূত্রে জানা যায় মাওলানা তোফাজ্জল হোসেন হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন। বৃহস্পতিবার বিকালে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সময় তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে রেখে যান।
সূত্রঃ ইন্টারনেট।
১২ ই জুন, ২০২০ রাত ৯:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরিয়ে দিছি ভাই।
২| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২
শাহিন-৯৯ বলেছেন:
ছবিটি আসলে দেওয়া ঠিক হয়নি।
মহান আল্লাহ তার বান্দার দোষ ত্রুটি ক্ষমা করে জান্নাতের ছায়াতলে স্থান দান করুক, আমিন।
১২ ই জুন, ২০২০ রাত ৯:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরিয়ে দিছি ভাই।
৩| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
এডমিনরা পোষ্টটা সরায়ে দিলে ভালো হবে; এই ব্লগারের ভাবনাশক্তির অভাব আছে।
১২ ই জুন, ২০২০ রাত ৯:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মার্কিনী টার্কিনীদের নিয়ে অত ভাবনা চাপনার সময় নেই। তয় মার্কিনীরা দেখতে মনে হয় খুব সুন্দরি হয় যার বাংলাদেশতনে
হেই দেশে গেলে অনেকের চোখের জ্যতি আর মনের সুরসুরি থাকে ওই সুন্দরিদের দিকে। কি বলেন ওস্তাদ।
৪| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২
কৃষিজীবী বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।ছবির ব্যাপারে দুইজন ব্লগারের দেয়া পরামর্শ বিবেচনায় নিবেন আশাকরি
১২ ই জুন, ২০২০ রাত ৯:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন । সরিয়ে দিছি ভাই।
৫| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১
করুণাধারা বলেছেন: ছবিটা সরিয়ে নিলে ভালো হয়।
১২ ই জুন, ২০২০ রাত ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরিয়ে দিছি ভাই।
৬| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২
রাকু হাসান বলেছেন:
প্লিজ মামা ছবিটা সরিয়ে দাও । অথবা এডিট করে মুখটা ঢেকে দাও ।
১২ ই জুন, ২০২০ রাত ৯:১৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সরিয়ে দিছি ভাগন্যে।
৭| ১২ ই জুন, ২০২০ রাত ৮:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উন্নত ও সভ্য দেশে এই জাতীয় ছবি শেয়ার করার কোন নিয়ম নেই ।
অথচ আমরা অহরহই জাতীয় ছবি শেয়ার করি ।
এটা ঠিক না।
১২ ই জুন, ২০২০ রাত ৯:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই । সরিয়ে দিছি ভাই।
৮| ১২ ই জুন, ২০২০ রাত ৮:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আপনাকেও হেদায়েত দান করুন।
আমিন।
১২ ই জুন, ২০২০ রাত ৯:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
কিছু মনে করবেন না, মৃত মানুষটার ছবি সরিয়ে ফেলাটাই ভালো হবে আমার মতে। সম্ভব হলে তার কীর্তি বা অবদানের উপরে আরো কিছু কথা যোগ করে দিন। ধন্যবাদ।