নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আসুন কিছুদিনের জন্য আমরা আলু খাওয়া বাদ দিই

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩


ইতি মধ্যে নিশ্চয় আমরা সকলে জেনে গেছি যে আলুর দাম হু হু করে বেড়ে চলছে । অলরেডি এখন ৫৫ থেকে ৬০টাকায় কেজি প্রতি
দাম চলছে। আচ্ছা বলেনতো কিছু দিন যদি আমরা আলু না খাই তাতে কি আমাদের কোনও ক্ষতি হবে ?
আমার কাছে মনে হয় ক্ষতি হবে না।আলুর পরিবর্তে অনেক শাক সবজি আছে যা আমরা খেতে পারি । যদিও শুধু আলুই না মোটামুটি
এখন আমাদের দেশে সব রকমের সবজির বাজার দর ওই একই প্রায় ৫০ থেকে ৬০টাকায় কেজি প্রতি চলছে ।আমর কাছে মনে হয়
এখন আমরা কাঁচা সবজি একটু কম খেয়ে যদি বেশি বেশি গুরো মাছ বা বড় মাছ খাই পাশাপাশি যেমন বয়েলার মুরগি মাংস কেজিও
মনে হয় ১২০টাকা বা ১৩০টাকা সেটাও খেতে পারি।এতে করে আমাদের শরীরেও প্রযাপ্ত পুষ্টি শক্তি ও আমিষও পাবো।
তাই বলছিলাম কি আসুন কিছুদিনের জন্য আমরা আলু খাওয়া বাদ দিই ।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

আমি সাজিদ বলেছেন: একটু কম্প্রোমাইজ করতে তো হবেই মামা

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাগ্নে এই দেশে কম্প্রোমাইজ বলে কোনো শব্দ নেই। ;)

২| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

জোবায়েদ ইসলাম বলেছেন: আমরা (আমার পরিবার) এখন আলু এবং অন্য কিছু সবজি খাওয়া বাদ দিচ্ছি। এর পরিবর্তে মাছ এবং মুরগি খাচ্ছি...

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও একই সিদ্ধান্ত নিয়েছি।আপনাকে অনেক ধন্যবাদ এরকম সময় এরকম সিদ্ধান্ত নেয়ার জন্য।

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

আমি সাজিদ বলেছেন: বলো কি মামা? তুমি দেখি কানা মামা। কম্প্রোমাইজ করেই তো বাংলাদেশীরা বেঁচে আছে।

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই দেশে প্রণোঢালা আর প্রাণ নিয়ে খেলা আমার কাছে একই মনে হয়। তা ভাগ্নে কম্প্রোমাইজ কাদের করবো দাদাদের?

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

জাহিদ হাসান বলেছেন: আলু, পেয়াজ, চাল, ডাল সবই তো চড়া দাম।

তাইলে আসেন মাটি খাই

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই বা পাবেন কোথায় সেইটার তোলা ৯০টাকা। আহারে দেশ আমার সোঁনার বাঙলা দেশ।

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: পেঁয়াজ, চাউল, আলু, কাঁচা মরিচ, সোয়াবিন তেল সহ সব রকমের সবজির দাম বাড়তি এসব না খেয়ে শুধু ফার্মের মুরগি খেলে হবে? যদি হয়, তাহলে তো ভালো, খারাপ নয়। না খেয়ে থাকুন, কম খান এসব কোন সমাধান নয়। বাজারে এসব জিনিসের ঘাটতি থাকলে সরকার উহা আমদানীর কিংবা উৎপাদনের ব্যবস্থা করা, বে-আইনী ভাবে মূল্য বাড়ালে তার জন্য শাস্তির ব্যবস্থা করা এসবই সমাধান হতে পারে।

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৪

করুণাধারা বলেছেন: আলুর খুচরা মূল্য তিরিশ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার খাওয়া যায়, কী বলেন?

৭| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষ পর্যন্ত কি বাসের উপর ভরসা করতে হবে।
উৎপাদন বাড়াতে হবে।কৃষিতে পরিবর্তন আনতে হবে।

৮| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আজকেও ৫০ টাকা তবে
কালকি হবে জানিনা ।

সরকার বেধে দিলেই হবে
নিয়ন্ত্রণ করবে কে? টিসিবির
তিরিশ টাকার পিঁয়াজ এখন আর
পা্ওয়া যায়না। শুনলাম কত হাজার
টন আমাদানী হয়েছে তা তুমি কি একলা
খাইছো মামু !!

৯| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৩

নেওয়াজ আলি বলেছেন: পিয়াজ খাইয়েন না এখন আলু খাইয়েন না । হাওয়া খাই এচদম ফ্রী এবং ফ্রেস

১০| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: সরকার বাজার নিয়ন্ত্রন করতে সম্পূর্ন ব্যর্থ হয়েছে।

১১| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নেওয়াজ আলি বলেছেন: পিয়াজ খাইয়েন না এখন আলু খাইয়েন না ।

আসুন আমরা সবাই মিলে কচুরীপানা খাওয়া শুরু করি।
গরু খাইতে পারলে আমরা কেন নয় ? গরুর গোস্ত ৬০০
টাকা কেজি আর গাভীর দুধ ৮০ টাকা !!

১২| ১৫ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বেশি আলু খেলে এরশাদ কাকুর মতো আলুর দোষ হতে পারে।

সুতরাং কম করে আলু খান, আলুর দোষের চাপ কমান। =p~

১৩| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পরামর্শ যদি প্রয়োগ করা যায় তাহলে আসলেই আলু বা পিয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করে এরা এই উদ্যোগ নিতে পারে। অর্থনীতির সূত্রে বলে চাহিদা বাড়লে দাম বাড়ে যদি না সরবরাহ সেই অনুপাতে না বাড়ে। ভোক্তারা সচেতন হলে এই ধরণের কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। আসলে ভোক্তাদের মধ্যে ঐক্য নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.