![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তা স্ক্যানার থেকে আমরা চাইলে কম্পিউটারে লগইন, ফাইল এবং ফোল্ডারসমূহকে সুরক্ষিত রাখতে পারি। এটি আমাদের কম্পিউটারের জন্য সর্বোত্তম নিরাপত্তা ডিভাইসগুলির মধ্যে অন্যতম একটি ডিভাইস।
ম্যাগনেটিক ক্রেডিট কার্ড রিডার যা এখন বিশ্বের প্রায় সব দেশেই প্ররিচালিত।
লেজার প্রোজেকশন ভার্চুয়াল কিবোর্ড এটা দিয়ে প্রফেশনাল কিবোর্ডে মতই টাইপ করা যায়।
রেজর নাগা এমএমওজি লেজার গেমিং মাউস । এটি একটা গেমিং মাউস । এই মাউস দিয়ে গেম খেলার অনুভূতিই অন্যরকম।
আলফা ওয়াইফাই অ্যাডাপটার।বড় হল রুমে এই ওয়াইফাই’র রেঞ্জ অনেক বেশি পাওয়া যায়।এর কারন হলো দেওয়াল বা কোন ধরনর বাঁধা না থাকাতে ওয়াইফাইয়ের পুরো রেঞ্জটাই পাওয়া যায়। বাসাতে ওয়াইফায়ের রেঞ্জ কমে আসে। কারন ওই যে বেশি দেয়ালের সমারোহ। ওয়াইফাই এর রেঞ্জ বাড়াতে এই অ্যাডাপটারগুলো খুব কাজ্যকর।সব থেকে মজার কথা হলো এই অ্যাডাপটারগুলো হ্যাকারদের খুব প্রিয়। আশেপাশের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভাঙ্গতে হ্যাকাররা সাধারণত: এই ধরনের ওয়াইফাই অ্যাডাপটার ব্যবহার করে থাকেন।
এনক্রিপটেড পাসওয়ার্ড ইউএসবি এবং হার্ডডিস্ক ।
ল্যাপটপের জন্য ইউএসবি কুলিং ফ্যান ।
পোর্টেবল ওয়ারলেস ভাসমান বা ব্লুটথ স্পিকার।
এই গ্যাজেটটি বাহুতে পড়েতে হয়। আর এটি দিয়ে ল্যাপটপ, ড্রোন, লাইট এবং ইশারা দিয়ে এমন অনেক ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করা যায়।এটি বিশেষ করে গেমাররা বেশি ব্যবহার করেন।সূত্রঃ ইন্টারনেট থেকে সংগ্রহ।
১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধীরে ধীরে আরো কত ধরনের যে উন্নত প্রযুক্তি বের হবে মামা সেটা বলা দায়।
২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো সংগ্রহ
১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৬
সোহানী বলেছেন: হুম জানলাম। যখন চীনের ধোলাই খালে আসবে তখন কিনুম
১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে আমরাও আপনার সাথে সেই অপেক্ষায় থাকলাম।
৪| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: মাথা নষ্ট ম্যান।
১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিত রিতিমত হিমছিম খেয়ে যাচ্ছি গুরুভাই ডিভাইসগুলোর সম্পর্কে জেনে।কবে যে ভাই হাতের কাছে পাবো আল্লাই জানেন।
৫| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৪২
আমি সাজিদ বলেছেন: ওয়াইফাই এডাপ্টরটার প্রাইস কেমন? আমি বাসার ডেক্সটপের জন্য আলফার একটা এডাপ্টর কিনলাম। আমার রাউটার থেকে সিগন্যাল যেন নিতে পারে সেজন্য। কিন্তু দেওয়ালের জন্য, সিগনাল উইক হয়ে যায়। মামা বুদ্ধি দাও তো কি করি?
১০ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঘরের দেয়াল ভেঙ্গে হলরুম বানাইতে হইবো।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৪
শাহ আজিজ বলেছেন: প্রথম বিষয়টি খুব জরুরি ।
কি বোর্ড বেশ ইন্টারেস্টিং কারন এতে লম্বা টাইপিং হবে , মোবাইলের কিতে চাপ পড়বে না ।
ভাল সংগ্রহ ।