![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আর মন চায় না ,
কি মনে চায় না ?
প্রেম করতে মন চায় না।
কি করতে মন চায় ?
রাজনীতি করতে মনে চায়।
তাই নাকি!
হুম !
তাহলে এখন কি করবা ?
কি আবার, রাজনীতি করবো।
কেন ?
কেন আবার,এখন রাজনীতি হলো টাকসাল
টাকা কামানোর মেশিন।
করলে রাজনীতি,
রাতারাতি হয়ে যায় মাল পতি।
তাই করি প্রেমে না,
আর যে ভালো লাগে না ।
©somewhere in net ltd.