![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সিক্ত চোখে তাকিয়ে আছো,
আামার দিকে
তোমার হাতে আমার দেয়া,
তিনটা গোলাপ।
হিসেব কষে দেখলাম আমি
ভালোই বাসো
ভয় কেন পাও,আমিতো আছি
একটু হাসো।
দ্বিধায় তুমি, তবু কাছে
আসলে আমার,
এত ভালবাসো,তবে মুখটা কেন
মলিন তোমার।
অভয় দিয়ে বললাম আমি
ভয় পেয়ো না,
সাহস রাখ পেছন ফিরে
আর চেয়ো না।
মনে কর যেন দুঃস্বপ্ন এক
দেখেছিলে তুমি,
তোমার সকল স্বপ্ন গুলো
নিজের করলাম আমি।।
আমানুল ইসলাম।
©somewhere in net ltd.