নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
মিডিয়ার একটা কায়দা হলো, কোনো মিথ্যাকে বারবার প্রচার করলে সেটা সত্যে পরিণত হয়!
বাঙালি 'বিদেশখোর', খাবার টেবিল থেকে নিয়ে
টয়লেটের কমোড পর্যন্ত মেইড ইন অমুক হতে হবে। বিশেষ করে শহুরে মানুষের খাসলত এইটা, যা এখন বাতাসের কল্যাণে গ্রামেও ছড়িয়ে পড়ছে।
ফ্রেশ'র খাঁটি গরুর খাঁটি দুধের এ্যাড দেখলাম। নতুন আঙ্গিকে চটকদার এ্যাড বানিয়েছে। প্রথমে মনে হচ্ছিলো, ভারতীয় টিভি এ্যাড। কারণ, ভারতে ব্যস্ত রাস্তায়ও গরু নিরাপদে রোড ক্রস করতে পারে। বাংলাদেশে তো মানুষও নিরাপদে পার হতে পারে না!
এ্যাডটা মূলতঃ দুধের নয়, পাউডারের। খাঁটি গরুর খাঁটি দুধের কথা বলে আপনাকে তারা উন্নত বিশ্বের অতিউন্নত পাউডার খাওয়াবে। আপনি খাঁটি দুধ খেতে চান? তাহলে তো খাঁটি গরু লাগবে! তো খাঁটি গরু কোথায় আছে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফার্মে! সেখানে প্রক্রিয়া করে খাঁটি গরু তৈরি করা হয়, এবং সেই খাঁটি গরুর খাঁটি দুধের খাঁটি পাউডার আপনি খাচ্ছেন! আহা, খাঁটিময় জীবন, জীবনময় খাঁটি।
এই হলো পুঁজিবাদী ব্যবসা। ফার্মের গুরু মানে 'খাঁটি গরু' ! অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে আনা পাউডার ঘোলানো পানি হচ্ছে 'খাঁটি দুধ'! এগুলো প্রচার করে দেশীয় নির্ভেজাল, কোনো ধরণের প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের গরুগুলোকে, কিংবা দেশীয় ফার্মগুলোকে অখাঁটি বলে প্রচার করছে! মানুষকে প্রাণ প্রকৃতি থেকে, একদম খাঁটি ও ভেজালমুক্ত দুধ থেকে দূরে রাখতে চাচ্ছে!
এবার হাদিসের কথায় আসি, বলা হয়েছে কানা দাজ্জাল খাবারের নিয়ন্ত্রণ নিবে। চিন্তা করুন কিভাবে নিবে? এই যে এভাবে নিবে। আস্তে আস্তে আপনাকে এইসব পুঁজিবাদীর কথায় বিশ্বাস করে, খাঁটি গরুর খাঁটি দুধের উপর থেকে আস্থা উঠিয়ে আপনাকে প্যাকেট ও পাউডার নির্ভর করে দিবে। সারা বিশ্ব থেকে বিভিন্ন ভয়, স্বাস্থ্যঝুঁকি, জীবাণু ইত্যাদি আউলফাউল তত্ত্ব হাজির করে মানুষকে পুঁজিবাদীদের গোলাম বানাবে, এবং বাকিসব উধাও করে দিয়ে তাদের একক নেতৃত্ব কায়েম করবে। সেই বাগডোর থাকবে কানা দাজ্জালের হাতে। এভাবেই চলছে জগৎ সংসার!
©somewhere in net ltd.