![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি(বিটিআরসি) কর্তৃক ভুয়া অভিযোগে বাংলাদেশ থেকে সামুর ব্যাবহার বন্ধ রাখা হয়েছে। এর জন্য দেশে ভিতরে থেকে অনেকেই ব্লগ ব্যবহার করতে পারছে না। অনেকেই হয়ত ভিপিএন ব্যবহার করে ব্লগে লিখতে ও পড়তে পারছে। কিন্তু কেউ কেউ আছে যারা ভিপিএন ব্যবহার করে না। তারা ব্লগে ঢুকতে পারছেন না। আবার হয়ত অনেকেই জানেনি না যে বিটিআরসি থেকে ব্লগ বন্ধ রাখা হয়েছে।
যেমন আমার কথাই ধরুন, আমি ব্লগে পোস্ট ও মন্তব্য করায় অনিয়মিত হলেও পাঠক হিসেবে বেশ নিয়মিতই ছিলাম।হঠাৎ কি হল ব্লগে আর ঢোকা যাচ্ছে না। ভাবলাম হয়ত কারিগরি ত্রুটি। কিন্তু বেশ কয়েকদিন একই অবস্থা দেখে চেষ্টা করাই ছেড়ে দিয়েছিলাম। ব্লগ কর্তৃপক্ষের উপর রাগ হয়েছিল বেশ।
কিন্তু হঠাৎ একদিন ভিপিএন দিয়ে চেষ্টা করতেই ঢুকে গেলাম। আবার সেই প্রিয় ব্লগারদের লেখা চোখের সামনে দেখতে কিযে ভাল লাগে!
কিন্তু হায়! নোটিশ বোর্ডের পিনটেড পোস্টে দেখলাম বিটিআরসি এই ধরনের একটি কাজ করে বসেছে। এটা তাদের বুঝার ভুল হতে পারে আবার ইচ্ছাকৃতও হতে পারে। যাইহোক ওদিকে কথা বাড়াবো না।
জানি প্রিয় ব্লগের কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্লগ অবমুক্ত করার জন্য। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হল, যদি সামুর এ্যানড্রয়েড অ্যাপটি খুব দ্রুত আপডেট করা হয় এবং বেশ কিছু ফিচার যুক্ত করা হয় তাহলে দেশের অভ্যন্তরিন পাঠকদের সুবিধা হবে। কারন সামু এ্যাড্রেয়েড অ্যাপ বিটিআরসি কর্তৃক ব্যান্ড নয় বিধায় ব্যবহার করতে ভিপিএন প্রয়োজন হবে না। আর এ্যাপ হল একটি যুগোপযোগী সমাধান।
এ্যাপের ফিচারের ব্যাপারে কিছু ব্যক্তিগত মতামত:
১. এ্যাপে লগইন সিস্টেম চালু করতে হবে যেন সমস্ত ব্লগাররা লগইন করতে পারে।
২. মন্তব্য করা ও মন্তব্যের উত্তর দেবার ব্যবস্থা করতে হবে।
৩. প্রথম পাতা, নির্বাচিত পোস্ট ও বিষয় ভিত্তিক লেখা গুলোকে আলাদা আলাদা সাজাতে হবে।
৪. পোস্ট সেভ করে রাখার ব্যবস্থা করতে হবে যেন পরে পড়া যায়।
৫. এ্যাপ থেকে ব্লগ লিখার ব্যবস্থা করতে হবে।
৬. ব্লগ অনুসন্ধানের ব্যবস্থা করতে হবে।
৭. সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক পেইজে নিয়মিত ভাল ভাল লেখার লিংক শেয়ার করে আপ টু ডেট থাকতে হবে।
প্রিয় ব্লগ সামু মামা দীর্ঘজীবী হোক, শুভকামনা।
০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:৪০
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ মডু ভাই। আমার পোস্টে সাড়া দেবার জন্যে।
আপনারা এ্যাপটি সেই কবে তৈরি করেছেন কিন্তু এখনো কোন আপডেট আসছে না, এর জন্য আশা হত হতে হয়।
আশা করি খুব তাড়াতাড়ি আমরা ভাল কিছু পাব। আবারো শুভকামনা।
২| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:০৩
জাহিদ অনিক বলেছেন: বাহ ! এটা একটা ভালো খবর। কিন্তু সরকার হয়ত এই এপ্স এর ব্যাপারে অবগত ছিল না, এখন তো আশংকা হচ্ছে তারা হয়ত এটাও ছাড়বে না !
০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:৪২
আপেক্ষিক মানুষ বলেছেন: হাহাহা...যা বলেছেন ভাই।
কিন্তু আমার মনে হয় কিছু হবে না। আমাদের প্রিয় ব্লগ দ্বীর্ঘ্যজীবি হোক।
৩| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো পরামর্শ।
০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৮
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো ও সুন্দর পরামর্শ । আমি এর সাথে আছি । আমি সমর্থন করি।
০৯ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
আপেক্ষিক মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মতামতে সমর্থন দেবার জন্যে। মডুরা সাথে থাকলেই হয়
৫| ০৯ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
বেঙ্গল রিপন বলেছেন: উত্তম প্রস্তাব
০৯ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ০৯ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো প্রস্তাব
০৯ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
আপেক্ষিক মানুষ বলেছেন:
ধন্যবাদ আর্কিওপটেরিক্স ভাই।
৭| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
আমি নিজেই ব্লগিং করতে পারছি না। ভিপিএন দিয়েও পারছি না। কি সমস্যা কে জানে।
০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৯
আপেক্ষিক মানুষ বলেছেন:
তাইতো বলি রাজীব ভাইকে দেখা যাচ্ছে না কেন!
আমিতো ভিপিএন দিয়ে ব্লগিং করতে পারছি ভাই। যদিও আমি মোবাইল দিয়ে ব্লগিং করি। আর ভিপিএন এ্যাপ হিসেবে Proxy Master ব্যবহার করি। এটি প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যায়।
৮| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:০৮
নীলপরি বলেছেন: খুবই ভালো প্রস্তাবনা ।
০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৯
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৬
ল বলেছেন: সামু দীর্ঘজীবী হোক
০৯ ই মে, ২০১৯ রাত ৯:২০
আপেক্ষিক মানুষ বলেছেন: সামু দীর্ঘজীবী হোক(২)
১০| ০৯ ই মে, ২০১৯ রাত ১১:০৮
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর একটি পোষ্ট।আপনার ভাবনার সাথে আমি সম্পূর্ণ সহমত।
০৯ ই মে, ২০১৯ রাত ১১:১৫
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সহমত প্রকাশের জন্য।
১১| ১০ ই মে, ২০১৯ রাত ১:১৫
নতুন বলেছেন: খুবই ভালো ভাবনা....
সময়ের সাথে পরিবত`ন জরুরি.... মোবাইল থেকে অনেকেই সামু ব্যবহার করে থাকেন....
তাই মোবাইল এপস থাকলে অবশ্যই আরো মানুষ ব্যবহার করতে পারবে।
১০ ই মে, ২০১৯ দুপুর ১২:২৯
আপেক্ষিক মানুষ বলেছেন:
সময়ের সাথে পরিবর্তিত না হলে এক সময় দুনিয়া দাপিয়ে বেড়ানো জিনিসও কালে বির্বতনে হারিয়ে যায়।
প্রিয় ব্লগ সামু দীর্ঘজীবী হোক।
১২| ১০ ই মে, ২০১৯ ভোর ৫:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
খুবই ভালো ও সুন্দর পরামর্শ
এপ আরো ডেভেলপমেন্ট চাই। সেই সাথে ওয়েব সাইট ও মোবাইল ভিউও থাকুক।
সবচেয়ে গুরুত্পুর্ন হচ্ছে অনেক কষ্টের পুরোনো লেখা ও মন্তব্য গুলো যেন হারিয়ে না যায়।
১০ ই মে, ২০১৯ দুপুর ১২:৩০
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ সহমত প্রকাশের জন্য।
১৩| ১০ ই মে, ২০১৯ সকাল ১১:৩৮
শিখণ্ডী বলেছেন: কিছু দিন ভিপিএন দিয়ে ঢুকতাম। আবার কয়দিন সেটাও সম্ভব হল না। হঠাৎ একদিন দেখি সাধারণভাবেই ঢোকা যাচ্ছে। কাল থেকে দেখি ফের বন্ধ! ফোন দিয়ে অবশ্য সব সময়ই ঢুকতে পেরেছি।
আপওয়ার্ক বন্ধ ছিল গতকাল, বিডি নিউজ ২৪.কম একবার বন্ধ করেছিল। সকালে অভ্র ডাউনলোড করার জন্য সার্চ দিলাম, দেখি বন্ধ! পরে ভিপিএন দিয়ে কাজ সারলাম--পর্ন বন্ধ করতে গিয়ে কি সবাই পাগলা হয়ে গেল?
১০ ই মে, ২০১৯ দুপুর ১২:৩১
আপেক্ষিক মানুষ বলেছেন:
এটা তাদের বুঝার ভুল হতে পারে আবার ইচ্ছাকৃতও হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমাদের টেক টিমকে আপনার এই পরামর্শটি আমরা পৌছে দেবো। আপনাকে ধন্যবাদ।