নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

আপেক্ষিক মানুষ

খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।

আপেক্ষিক মানুষ › বিস্তারিত পোস্টঃ

এবার এসেছে হ্যাশ ট্যাগ মেন টু!

১৪ ই মে, ২০১৯ রাত ৯:১৬


মিঃ বুলবুল একটি দোকানের বেতন ভুক্ত সেলসম্যান। জামা কাপড়ের পাশাপাশি কসমেটিকও পাওয়া যায় বুলবুলের দোকানে। মিঃ বুলবুল দেখতে সুদর্শন, অল্পতেই ভাব জমিয়ে জিনিস বিক্রি করতে পাকালোক। কসমেটিক কর্নারে বসার কারনে মেয়েদের মধ্যে বেশ পরিচিতি তার। অনেকেই মিঃ বুলবুলের নাম্বার-টাম্বার নেয়, ক্রয়কৃত জিনিসে সমস্যা থাকলে মিঃ বুলবুলকে কল-টল দেয়।

এমনি একদিন শ্যাম্পু কেনার সুবাদে শিউলি নামের একটি মেয়ের সাথে কথা হয় মিঃ বুলবুলের। একবার দুইবার কথা বলতে বলতে কথায় ঘনিষ্ঠতা তৈরি হয়। একসময় দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মিঃ বুলবুল শিউলিকে কথা দেয় তারা বিয়ে করে ঘর বাঁধবে, সুখের সংসার হবে, সন্তান হবে।

একসময় দুজনের প্রেমের গভীরতায় সম্পর্ক শারিরীক পর্যায়ে গিয়ে ঠেকে। কিছুদিন ভালই কাটে দুজনের, বিয়ে না করেও স্বামী-স্ত্রী হয়ে থাকতে মন্দ কি?

একদিন মিঃ বুলবুল শিউলিকে বলে তোমাকে বিয়ে করা আমার সম্ভব নয়। মিঃ বুলবুল শিউলির সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে। শিউলির মাথায় আকাশ ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে থানায় গিয়ে হাজির হয়। পুলিশকে বলে মিঃ বুলবুল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেছে। মিঃ বুলবুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়ে যায়। সে গ্রেফতার হয়।

কিছুদিন মামলা মোকদ্দমা হয়। অবশেষে সে জেল-টেল থেকে ছাড়া পায়। ছাড়া পেয়ে সে দেখে তার চাকরিটা আর নেই। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। চাকরি ছাড়া খাবে কি? মালিকের কাছে গিয়েছিল কিন্তু বলে দিয়েছে সে কোন ধর্ষককে চাকরিতে রাখবে না।

মিঃ বুলবুল আমার সামনে বসে কথা গুলো বলতে বলতে হাঁউমাঁউ করে কেঁদে উঠে। আমি তাকে বলি শিউলিকে বিয়ে করতে চাসনি কেন? মিঃ বুলবুল আমাকে দুরকম কারন শোনায়, আবার বলে দুটি কারনের যেকোন একটি সত্য।

কারন দুটির প্রথমটি এরকম যে, প্রেম ঠিকই ছিল, দুজনের ইচ্ছাতে শারিরীক সম্পর্কও হয়েছে। কিন্তু একসময় মিঃ বুলবুলের শিউলিকে বিরক্ত লাগতে শুরু করে। এ বিরক্তির কোন কারণ নেই, হুদাই। তাই সে শিউলি কেন বলেছে তোমাকে আমি বিয়ে করব না জাহান্নামে যাও।

আর দ্বিতীয়টি এরকম, শিউলি চালচলন ঠিক ছিল না। অশালীন ভাবে চলাফেরা করত। একাধিক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত ছিল, ইত্যাদি। এরজন্য মিঃ বুলবুল শিউলিকে অনেকবার বুঝিয়েছে, এগুলো ঠিক নয়, আমি তোমাকে ভালোবাসি, তুমি ঠিক হয়ে যাও। তাও শিউলি কথা শুনেনি, তার চালচলন পাল্টায়নি। অতএব মিঃ বুলবুল বলে দিয়েছে আমি তোমাকে বিয়ে করব না।

বুলবুল কাঁদে আর আমাকে বলে বিয়ের আগে শারিরীক সম্পর্ক কোন ধর্মতেও বৈধ নয়, সমাজেও বৈধ নয়। তারপরেও আমি আর শিউলি দুজনের ইচ্ছাতে শারিরীক সম্পর্ক করেছি। যদিও পাপ করেছি কিন্তু আমি শিউলিকে ধর্ষণ করলাম কোথায়? সে প্রতারণার মামলা করতে পারত তাতে প্রতারক হতাম কিন্তু ধর্ষক তো নয়।

আমি মিঃ বুলবুলের কাঁধে হাত রেখে বললাম ভাই তুই ফেসবুকে একটা স্ট্যাটাস দে, #MenToo.

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৯ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: আমি নিজে আমার জন্য একটা আলাদা জগত তৈরি করেছি।
এই রহস্যময় জগতে ঘুরে বেড়াই।
আমি আমার জগতের রাজকুমার।

১৪ ই মে, ২০১৯ রাত ১১:১৭

আপেক্ষিক মানুষ বলেছেন: আমারও আপনার মত একটা জগৎ আছে রাজিব ভাই, সেখানে সব নিজের মত।

২| ১৪ ই মে, ২০১৯ রাত ১১:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: বুলবুলকে বুলবুলি পাখির ঝোল রেধে খাওয়ানো দরকার। অপদার্থ যত সব।

বিয়ে না করে লিভ টুগেদার করলেন, এহন ভাল্লাগে না! মানে প্রয়োজন শেষ এখন টাটা?
চালচলন ভালো লাগেনা, "অশালীন" ভাবে চলে, তা আপনি এত বড় সাধু, লিভ টুগেদার কেন করলেন? আগে পরিবর্তন করতে পারলেন না?

লেখক, আপনি যদি কোনভাবে "মি-টুর" সাথে এই মনগড়া কাহিনীর মিল খুজতে যান, তাহলে ভুল করবেন। আপনার কাহনী, আমার সিমপ্যাথি পেতো, যদি বুলবুলকে, দোকানের মালিক, চুলবুল কিছু করতো! যেটা আরো বেশি ট্র্যাজিক এবং মেনটুর যোগ্য ঘটনা

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৭

আপেক্ষিক মানুষ বলেছেন: আসলে এটা সিমপ্যাথির কোন গল্প নয়, এইসব হ্যাশ ট্যাগ ম্যাশ ট্যাগের ব্যাপারে দুই দিক থেকেই কথা বলা যায়। এইসব আনন্দোল যারা করে তারা কি দুধে ধোয়া তুলসী পাতা? সবাই মধু খেতে পারে কিন্তু মধু খেতে গিয়ে কাঁটা বিধলেই সমস্যা। ব্যপারটা এখানেই।

৩| ১৪ ই মে, ২০১৯ রাত ১১:২০

নাহিদ০৯ বলেছেন: #HimToo movement নামে গত বছর থেকেই একটা অনলাইন মুভমেন্ট আছে। পড়ে দেখতে পারেন এ ব্যাপারে।

https://en.wikipedia.org/wiki/Him_Too_movement

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৭

আপেক্ষিক মানুষ বলেছেন: টিভিতে দেখলাম এটা নতুন শুরু হয়েছে মেন টু আন্দোলন।

৪| ১৫ ই মে, ২০১৯ রাত ১:৪৬

নতুন বলেছেন: বয় ফ্রেন্ডের সাথে ব্রেক আপের পরে কেউ ধষনের মামলা করতে পারে না। সেটা ঠিক না।

আমাদের দেশে বিয়ের প্রলোভনে ধষনের বিষয়টা কিভাবে ধষন হয় সেটা বুঝিনা।

প্রতারনা হতে পারে কিন্তু ধষন না।

১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৫৬

আপেক্ষিক মানুষ বলেছেন: আসলেও ওটা কখনো ধর্ষণ হতে পারে না। কিন্তু ওটা প্রতারণা, অনেক বড় প্রতারণা।

৫| ১৫ ই মে, ২০১৯ সকাল ৯:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
আমিতো ভাবছিলাম সেইটা।
ছুডোকালে আপনারে .. কোন হুজুর চিপায় নিয়া ....

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৯

আপেক্ষিক মানুষ বলেছেন: সাদা কাগজে ছোট এক টুকরো ময়লাও অনেকে স্পষ্ট দেখা যায়, এমনটাই হুজুরদের ক্ষেত্রে হয়।

৬| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:০৫

নীল আকাশ বলেছেন: মধু খাবার আগে ভালো লাগে আর মধু খাবার পর আর ভালো লাগে না।
তুই এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলি কেন? ফ্রী ফ্রী খুব মজা লাগে না!
ধর্ষন কেস যদিও এর জন্য উপযুক্ত নয় তবে এই সব ফ্রী মধু খেয়ে বেড়ান ছেলেদেরও শাস্তি হওয়া উচিৎ!!

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৬

আপেক্ষিক মানুষ বলেছেন: দেরিতে উত্তর দেবার জন্য দুঃখিত।

মধু সবারই খেতে ভাল লাগে কিন্তু মধু খেতে গিয়ে কাঁটা বিঁধলেই দোষ। অবশ্যই এমন ছেলেদের শাস্তি হওয়া উচিৎ তবে এটি ধর্ষণ নয়।

৭| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:১৯

মেঘ প্রিয় বালক বলেছেন: কারণগুলো খুবই দুর্বল, শিউলিকে ছাড়ার কোন মজবুত কারণ দেখাতে পারেনি মিঃ বুলবুল সাহেব। আর এখানে শারীরিক সম্পর্ক যখন হয়েই গেছে দুজনের ইচ্ছায়, তখন অবশ্যই শিউলিকে বিয়ে করা দরকার ছিলো বুলবুল সাহেবের। শারীরিক সম্পর্কের আগে একজন নারী পুরুুষের কাছে পেন্সিলে আকা পরীর মত,আর শারীরিক সম্পর্কের পর অবহেলা। #To man this not fair. এই অবহেলা এররকম মানুষ হত্যার কাছাকাছি অপরাধ। ধন্যবাদ লেখক।

১৬ ই মে, ২০১৯ রাত ৯:০৩

আপেক্ষিক মানুষ বলেছেন: আসলে এই দুর্বল কারণ গুলোই বর্তমান যুগের বাস্তবতা। আমরা মজা নিব কিন্তু তার প্রতিদান দিতে রাজি নই। একটি মেয়ে সতিত্ব নষ্ট করা খুবি দুঃখজনক, এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই দোষী। তবে মিঃ বুলবুলের উচিৎ ছিল শিউলিকে বিয়ে করা, যেহেতু তারা শারিরীক সম্পর্ক করেছে।

৮| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: সহমত।

১৬ ই মে, ২০১৯ রাত ৯:০৩

আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ২৭ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: বেশ তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.