![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।
সাহিত্য আমাকে কাঁদায়, শেখায় বেঁচে থাকবার উদ্দ্যেশ্য। আমি মগ্ন হয়ে যাই, আবার উদ্ধত হই। আমি উপন্যাসে ডুবে যাই, আমি এক সুন্দর পৃথিবীতে বিচরণ করি।
আমি ফিরে যাই পূর্বে। মন খারাপ আমার, ভাল হয়ে যায় ওই ৮০/৯০'র দশকের আবহ সংগীতে। আমি অভিভূত হই, ঘোরের ভিতর চলে যাই। ডুবে যাই, ভেসে বেড়াই ওই দিন গুলোতে।
আমি বিশ্বাস করি আমার অবিশ্বাসকে।
আমি আজো দেখি, মন খারাপে দেখি, মন ভালতে দেখি সেই ৮০/৯০'র দশকের গন্ধওয়ালা বহুব্রীহি, আজ রবিবার, নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই...প্রতিটা প্লট মুখস্ত বলে দিতে পারব।
আমি অভিভূত হই শিল্প দেখে, সুক্ষ্মতর অভিনয়ে। আমি অভিভূত হই আবহ সংগীতে, আমার মন ভাল হয়ে যায়।
আমি অনুভব করি স্বচ্ছতা, পবিত্রতা, মার্জিত বিনোদন যা অচিরেই তুমি পরিবার নিয়ে দেখতে পারবে।
আমি শিল্পের অনুসারী, আসাদুজ্জামান নূর, আলি জাকের, আবুল হায়াত, আফজাল হুসাইন, আবুল খায়ের, সুবর্ণা মোস্তফা, শিলা আহমেদ আমার অতি প্রিয় শিল্পী।
আমি ১৯'র ছেলে, আমি সাহিত্য প্রেমী, আমি হুমায়ুন আহমেদীয় পরিবারের একজন...
১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৩
আপেক্ষিক মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক ভাই। ভাল থাকুন।
২| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ একজনই। গ্রেটম্যান।
১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৫
আপেক্ষিক মানুষ বলেছেন: ভাল আছেন রাজিব ভাই? পরী কি এখন সম্পূর্ণ সুস্থ? ৩.৭.১৯ তারিখে চাঁদ গাজী স্যারের পোস্টের কমেন্টে পরীর কথা শুনে কষ্ট পেলাম।
৩| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪১
কালো যাদুকর বলেছেন: হিমু গ্রুপে থাকার জন্য ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৬
আপেক্ষিক মানুষ বলেছেন: হাহাহাহা... ধন্যবাদ জাদুকর ভাই।
৪| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৮
অর্থনীতিবিদ বলেছেন: নব্বই দশকের কথা মনে করিয়ে দিলেন।
১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৮
আপেক্ষিক মানুষ বলেছেন: আমার বয়স কিন্তু উনিশ আমি নব্বইয়ের দশকে বেড়ে উঠিনি। কিন্তু তাও কেন যেন অজানা টান অনুভব করি।
৫| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনুভব। চিন্তা যদি স্বচ্ছ হয় সাহ্যিও পবিত্র হবে।
১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৩
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৬:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: অভিব্যক্তিতে ভালো লাগা জানিয়ে গেলাম।
পোস্টে লাইক।
শুভকামনা জানবেন।