![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।
নানুবাড়ির পাশে একটি বাড়িতে সামুর ব্লগারদের গেট টুগেদার হবে। আর আমি নানুবাড়িতেই ছিলাম, খুব বৃষ্টি হচ্ছে। আমার যাবার জন্যে মন আঁকুপাঁকু করছে। আম্মু আমাকে গেট টুগেদারে যেতে দিবে না। তার কথা, তুই সেখানে গিয়ে কি করবি। সামহোয়্যারইন ব্লগে অনেক বড় মাপের লেখকেরা আছেন জ্ঞানী মানুষেরা আছেন যাদের পায়ের কাছে যাবার যোগ্যতাও তোর নেই। তুই তো লিখতেই পারিস না ঠিক মত, বানান ভুল হয়। এমনিতে তোর বয়স কম, সবে মাত্র ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়িস, ব্লগের কেউ তোকে চিনে না। আর তুই তো ব্লগার না, আমাবশ্যার চাঁদ!
আমি বললাম দেখ আম্মু তুমি যাই বল আমি যাবই। আমি না লিখলেও, মন্তব্য না করলেও আমি লেখা পড়ি নিয়মিত। সামুর সব জনপ্রিয় ব্লগারদের নিক আমার নখদর্পণে।
আম্মু তাও যেতে দিবে না। কিন্তু আমিতো যাবই, যেতেই হবে। সামুর ব্লগারদের লেখা পড়ে তাদের নিয়ে কত কল্পনা করেছি, তাদের একবার হলেও সামনে থেকে দেখতে চাই, লুকিয়ে হলেও।
আমি লুকিয়ে লুকিয়ে ছাদে গেলাম, তারপর ছাদের পাশের সুপারি গাছ বেয়ে নিচে নেমে গেলাম। আমি সুপারি গাছে চড়তে বা নামতে পারিনা। কিভাবে নামলাম কে জানে! গাছ থেকে নেমেই ঝুম বৃষ্টির ভিতর দিলাম এক দৌড়। চলে গেলাম খাল পারে। খাল পারে আসতেই বৃষ্টি নেই আর! ওখানে একটা পরিত্যক্ত ছোটখাট জমিদার বাড়ি আছে, সেখানেই গেট টুগেদার হবে। বাড়িটা সবুজে ঘেরা। আম, কাঁঠাল, সুপারি, নারিকেল, জাম, জারুল সব ধরনের গাছের সমাহার। বাড়ির দুইপাশে জঙ্গল, সামনে খাল আর পিছনে একটা পুকুর, জমিদারদের পুকুর!
আমি খালের উপর বাশের পুল পার হয়ে বাড়ির পাশ দিয়ে জঙ্গলের দিকটায় চলে গেলাম। যাবার সময় সামনে পড়ল পড়ল চাঁদ গাজী। তিনি এদিক ওদিক পায়চারি করছেন। আমার দিকে একবার তাকালেন আবার নিচে তাকিয়ে পায়চারি শুরু করলেন।কিন্তু বোধয় মনে মনে বললেন, এইসব প্রশ্নফাঁস জেনারেশনের ডোডো গুলো এখানে কি করছে, এটা ব্লগারদের গেট টুগেদার, ছোকরা ইজ নট এলাউড।
আমি জঙ্গলের দিকটায় গিয়ে নিজেকে আড়াল করলাম। দেখতে পেলাম সামুর প্রতিষ্ঠাতা জানা আপুও এসেছেন। খুব ব্যস্ত। ফোনে কার সাথে যেন কথা বলছেন।
একপাশে সনেট কবি, স্রাঞ্জি সে, সেলিম আনোয়ার, মনিরা সুলতানা, বিদ্রোহী ভৃগু, খায়রুল আহসান, জাহিদ অনিক এরা বসে কিসব কবিতা নিয়ে কথা বলছে। হঠাৎ হাসান কালবৈশাখি ভাইয়ের গলা শুনলাম, আরেহ আমাদের সরকার স্যাটেলাইট পাঠিয়েছে, পদ্মা সেতু করেছে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব বললেন মালয়েশিয়া দেখছো মিয়া? মাহাতির মোহাম্মদকে চিনো? হাঠাৎ চাঁদ গাজী সাহেব এসে বললেন এইসব ক্যান্টনমেন্টের পিগমীদের জন্য দেশের এই অবস্থা। তাদের পাশে বসে আছে আখেনাটেন, মা.হাসান, ডা: এম এ আলি, গিয়াস উদ্দীন লিটন, বিচার মানি তাল গাছ আমার, হাবিব স্যার, গড়ল, নতুন নকিব সহ আরো কয়েকজন।
ছবি তোলার দায়িত্ব পড়েছে কাজী ফাতেমা ছবি আপু আর ব্লগের নায়ক রাজিব নুর ভাইয়ের উপর।
সেই ওপার বাঙ্গলা থেকে এসেছে সাহিনুর, পদাতিক চৌধুরী ভাই।
গল্পের আসর জমেছে। দেখা যাচ্ছে ভুয়া মফিজ, কাওসার চৌধুরী, অপু তানভির, নীল আকাশ ভাই আরো কয়েকজন গুনি লেখক।
কাল্পনিক ভালবাসা আর আর্কিওপটেরিক্স ভাই কি যেন আলোচনা করছেন। পাশে গরম গরম মুখ নিয়ে দাঁড়িয়ে আছে পাঠকের প্রতিক্রিয়া! ভাই। ব্লগের ফ্লাডিং টাইপ ক্যাচাল হয়েছে হয়ত।
আরেক পাশে ওমেরা, জুন, রিম সাবরিনা জাহান সরকার আর শায়মা আপু বসে আছেন। রেসিপি নিয়ে আলোচনা হয়ত।
হঠাৎ জঙ্গল থেকে এক ছোকরা বের হয়ে এল। কাচুমাচু হয়ে বলে, অতি প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আমাকে কি একটু ব্লগারের আসনে জায়গা দেয়া যায়? আমি কথা দিচ্ছি এখন থেকে সামুর নিয়মিত হবার চেষ্টা করব। হঠাৎ সবাই বলে উঠল এই এই ছোকরা তোমার পরিচয় বল।
ছোকরা অর্থাৎ আমি বলতে শুরু করলাম, জ্বী আসলে হয়েছে কি, ইয়ে মানে আমার নিক আপেক্ষিক মানুষ, যার বয়স তিন বছর এক সপ্তাহ। কিন্তু আমি সামুর প্রেমে পড়েছি সেই ২০১৫ সাল থেকে। আমার আসল নাম হচ্ছে গিয়ে রবিউল হাসান। বয়স খুবি কম, ছোট ভাই/ছোকরা যা খুশি ডাকতে পারেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আর বাড়ি হচ্ছে গিয়ে মানিকগঞ্জ। আমাকে কি একটু বসতে দিবেন? বিরক্ত করব না, একটু আপনাদের কথা শুনব এই আরকি।
হঠাৎ ঘুম ভাঙল। ধুর! আরেকটু পরে ভাঙ্গলে কি হত?
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৯
আপেক্ষিক মানুষ বলেছেন: ইনশা-আল্লাহ যাব। অনেক অনেক ধন্যবাদ আপু। আমি আপনার ছবির অনেক বড় ভক্ত।
২| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: ৩ বছর পূর্তির অভিনন্দন। হয়তো গেট টুগেদারে দেখা হবে।
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:১০
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই। ইনশা-আল্লাহ দেখা হবে।
৩| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তাইতো! আরেকটু পরে ঘুম ভাংলে কি হতো?
ঠিক এই জায়গাটিতেই সামু অনন্য! হাজারো ব্লগের ভীরে সামুর জন্য এই যে আন্তরিকতা!
হৃদয়ের গহনে যে ভালবাসা আলাদা করে আপনাতেই স্থান করে নিয়েছে- এটিই সামুর সবচে বড় পাওয়া।
জয়তু সামু। জয়তু ব্লগিং!
আপনার স্বপ্ন সিরিজ হোক এই প্রার্থনা করে গেলাম
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৩
আপেক্ষিক মানুষ বলেছেন: ঘুমটা যে কএন ভাঙ্গল!
সামু আমাদের কাছে একটা পরিবার। সবাই সবার আপনজন।
সিরিজ হবে ইনশা-আল্লাহ
৪| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: আপনার স্বপ্নটা সত্যি হোক।
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৪
আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই। এত গোমরা মুখে থাকেন কেন, একটু রসিকতা না থাকলে কেমন খালি খালি লাগে।
৫| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২
ভুয়া মফিজ বলেছেন: দেখতে পেলাম সামুর প্রতিষ্ঠাতা ডানা আপুও এসেছেন। ডানা না, জানা হবে।
স্বপ্ন খারাপ না কিন্তু। গ্রামের কোন জমিদার বাড়ীতে এমন গেট টুগেদার হলে মন্দ হয় না। একটা পিকনিক পিকনিক ভাব হবে। চমৎকার আইডিয়া। গাজীভাই যদি আমেরিকা থেকে এসে যোগ দেয়, তাহলে ইংল্যান্ড থেকে আমিও চলে আসবো!
তবে ব্লগাররা একজন অচেনা ছেলেকে তুই-তোকারী করবে না বলেই আমার ধারনা।
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৭
আপেক্ষিক মানুষ বলেছেন: আমি জানতাম জানা কিন্তু টাইপিং মিস্টেকের কারনে ভুল হয়ে গেছে। ঠিক করে নিয়েছি।
এমন একটা পিকনিক করা দরকার সামু ফ্যামিলির পিকনিক। পিকনিকে বসে ভুয়ে মফিজ ভাইয়ের রম্য শুনব
করলেও সমস্যা নেই, ছোট ভাই তো।
৬| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
মানুষ যা নিয়ে ভাবেন, যা নিয়ে ভাবার সম্ভাবনা আছে, যা নিয়ে ভাবার সম্ভাবনা নেই, সেগুলো স্বপ্নে দেখেন, আপনি ভালো স্বপ্ন দেখেছন; ব্লগারদের সাথে আপনার দেখা হবে একদিন।
পঁয়চারী করতে যাঁকে দেখেছেন, উহা চাঁদগাজী নন, উনি সঠিক পরিচয় দেননি, উনি ছিলেন ব্লগার নুরু সাহেব; আমি প্রবাসে কাজে ব্যস্ত।
সামুর প্রতিষ্ঠাতা: "ডানা আপু" নন, সেটা হবে "জানা আপা"।
'অমাবশ্যার চাঁদ', প্রবাদটার অর্থ সঠিক হয়নি আপনার বাক্যে!
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:২১
আপেক্ষিক মানুষ বলেছেন: ব্লগারদের সাথে দেখা হওয়াটা আমার একটা স্বপ্ন। আর আপনি আমার একজন অতি প্রিয় ব্লগার।
হাহাহা...আপনার নুরু সাহেবের পিছে লাগাটা অসাধারণ লাগে। এটা কেমন কথা যে আপনি প্রবাসে কাজে ব্যস্ত। কাজে ব্যস্ত ভাল কথা। তাই বলে একদিন সময় করে গেট টুগেদারে আসলে কি হয়?
জানা আপারটা ঠিক করে নিয়েছি।
৭| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কাছে অসাধারণ লাগলো। শুভ কামনা রইলো।
২৪ শে জুলাই, ২০১৯ রাত ৮:২১
আপেক্ষিক মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়ান ভাই
৮| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৪
জানা বলেছেন: তৃতীয় বর্ষ পূর্তির অভিনন্দন আপেক্ষিক মানুষ। স্বপ্নের গেটটুগেদার ছাপিয়ে ব্লগের প্রিয় মানুষগুলোর সাথে আপনার এই ভালবাসা দীর্ঘস্থায়ী হোক আপনার এবং আমাদের সবার। এই ব্লগ বাকস্বাধীনতা এবং গণতন্ত্র চর্চার মত বিশেষ জায়গা। তার সাথে নিজের প্রকাশ, বিকাশ এমন কি কেবল মাত্র সুস্থ মানবিক যোগাযোগ রক্ষায়ও বিশেষ ভূমিকা রেখে চলেছে। তার উদাহরণটুকু আপনার এই লেখাতেই প্রকাশ পেলো।
আহা, সত্যি সত্যি যদি দেশের কোন একটা মায়াময় সবুজ গাঁয়ে সবাই মিলে একটা আনন্দময় দিন কাটানে যেতো! কতকাল জল টলমল পুকুর দেখিনি!
ভাল থাকবেন, দায়িত্বশীল মুক্তমত চর্চা অব্যহত রাখুন। ব্লগ এবং ব্লগারের জয় হোক। অশেষ ভালবাসা।
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৫
আপেক্ষিক মানুষ বলেছেন: এটা আমার সৌভাগ্য যে জানা আপু আপনি আমার লেখায় মন্তব্য করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে সামুতো আমাদের একটা পরিবার।
সামুর জয় হোক।
৯| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি খাঁটি বাঙালি এবং বাংলাদেশী । কামলা দেওয়ার প্রয়োজন এখানে সেখানে ঘুরতে হচ্ছে।
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৬
আপেক্ষিক মানুষ বলেছেন: হাহাহা সমস্যা নেই ভায়া, সামুর অধিকাংশ ব্লগারই প্রবাসী। তবে সময় করে একদিন গেট টুগেদারে যোগ দেয়াই যায়।
১০| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৫
মা.হাসান বলেছেন: বৃহৎ সোলেমানি খাবনামা অনুসারে এই স্বপ্নের তাবির হইতেছে আপনি ব্লগার দিগকে মুড়ি বাতাসা খাওয়াইবেন।
আপনার নানু বাড়ি কোথায়? জায়গাটার প্রাকৃতিক বর্ণনা খুব ভালো লেগেছে। সুপারি গাছ বেয়ে ওঠা নামার কাজ সকলে করতে পারে না। গত ডিসেম্বরে একটা গেট টুগেদার হয়েছে, এরপরে ফেব্রুয়ারির বইমেলাতেও একটা মোটামুটি মিলন মেলা হয়েছে। আর কিছু না হোক অন্তত বইমেলাতে হলেও সামনের বারও একটা মিলন মেলা হবে বলে আশা রাখি। অনেক শুভকামনা।
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৮
আপেক্ষিক মানুষ বলেছেন: আমার নানু বাড়িও মানিকগঞ্জে।
ধন্যবাদ ভাই।
ইনশাআল্লাহ গেট টুগেদারে দেখা হবে।
১১| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ঘুমের বিরুদ্ধে মামলা করা দরকার
দারুণ হয়েছে স্বপ্ন থুক্কু লেখা
শুভকামনা রলো...
২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৯
আপেক্ষিক মানুষ বলেছেন: হাহাহা... ঠিকি বলেছেন। আমার ঘুম ইদানীং বেড়ে গেছে।
অনেক অঅনেক ধন্যবাদ ভাই।
১২| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: সামু ব্লগারদের সাথে প্রথম আমার দেখা সেই ব্লগ ডে তে তারপর বইমেলায় বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছে। প্রথম দেখায় মনে হয় কতদিনের চেনা। প্রিয় মানুষদের নাম আপনার পোস্টে দেখে ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুখ সুখ স্বপ্ন
এমন স্বপ্নও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ
আবারও গেট টুগেদার হবে