নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

আপেক্ষিক মানুষ

খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।

আপেক্ষিক মানুষ › বিস্তারিত পোস্টঃ

পরে থাকা কিছু ছবি...

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৮


১. কয়েকজন মিলে ইফতার আয়োজন করেছিলাম। সবাই যখন কাজে ব্যস্ত তখন হঠাৎ কিছু ফুল গাছ দেখে ছবি তুললাম। ফুলের নাম জানিনা তবে খুব কমন ফুল। সব জায়গায় দেখা যায়।

২. আমার একটা ভাল বন্ধু আছে, স্কুলের বন্ধু। বাড়িতে গেলে আর ও যদি বাড়ি আসে তাহলে সব সময় ওর সাথেই থাকি। খুব ভাল বন্ধু, স্কুলে থাকতে একবার ঝগড়া লেগেছিল, আম্মু ঝগড়ার কথা শুনে আমাকে বকা দিল। বলে দিল ও ভাল ছেলে, বন্ধু যদি রাখতেই হয় তাহলে ওর সাথেই রাখ। ওর সাথেই একদিন শরিষা ক্ষেতের ভিতর ঘুরতেছিলাম। তখন হঠাৎ ছবিতুলতে ইচ্ছা জাগল।

৩. সংসদ ভবনের ভিতর থেকে মানিক মিয়া এভিনিউ। আমি যত বার দেখি মনে হয় এটা বাংলাদেশের কোন জায়গা না, বিদেশের কোথাও।

৪. তৃতীয় ছবির একই জায়গা শুধু ক্যাপচারের এংগেলটা চেঞ্জ করেছিলাম।

৫. শীতের সময় গোসল করে বের হয়েছি একটু রোদে। তখন মেহগনি আর কলাপাতার মাঝে সূয্যি মামাকে বন্দি করে ফেলেছিলাম। কেউ আবার ভাববেন না যে এডিট করেছি। আসলে সূর্যের দিকে ফোকাস করতেই এমন সাদাকালোর মত হয়ে গেল!

৬. মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবন ঢুকার রাস্তায়। কোন এক ছুটির দিনে পারিবারিক ভ্রমনে গিয়েছিলাম।



ডিভাইস: শাওমি রেডমি ৫এ

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৮

তারেক ফাহিম বলেছেন: সুন্দর, সুন্দর।

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৫

আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাই।

২| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১ম চিত্রের ফুলটির নাম 'নয়নতারা'

৫ নং ছবিটি ভালো লেগেছে। গ্রামের গাছপালা, পুকুর নদী তথা প্রকৃতির দৃশ্যচিত্র আমার সবসময়ই ভালো লাগে।

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

আপেক্ষিক মানুষ বলেছেন: নয়নতারা! এ নাম কত শুনেছি। কিন্তু হায় আফসোস, ফুল চিনতাম, নামও চিনতাম কিন্তু দুটোর ভিতর কম্বিনেশন করতে পারিনি এতদিন!

প্রকৃতির দৃশ্যচিত্র আমারও অনেক ভাল লাগে ভাই। অনেক ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

আপেক্ষিক মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব ভাই।

৪| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



৫ নং: মেঘলাদিন, নাকি দুষণ?

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২০

আপেক্ষিক মানুষ বলেছেন: হাহা... মেঘলা দিনও না আবার দূষণ-টুষণও না, ক্যামেরার কারসাজি বলতে পারেন :P ফোনের ফোকাস অপশনে সূর্যের দিকে তাক করতেই এমন কালার হয়ে গেল! :(

৫| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: নয়নতারা! এ নাম কত শুনেছি। কিন্তু হায় আফসোস, ফুল চিনতাম, নামও চিনতাম কিন্তু দুটোর ভিতর কম্বিনেশন করতে পারিনি এতদিন! -

খেয়াল করলে দেখবেন, ফুলের পাপড়িগুলো চোখের পাতার মতো। কোনো কোনো টা চোখের ছবির মতো। এবং পুরু ফুলটা দেখতেও অনেকটা তারার ছবির মতো। তাই হয়তো, ফুলটার নাম নয়নতারা।

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২১

আপেক্ষিক মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের জন্যই ব্লগটা এত সুন্দর। কত কি শুখতে পারি আপনাদের থেকে। আবারও ধন্যবাদ ভাই।

৬| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: ছবিগুলো ভালোই, আরো ভাল ছবি দেখার প্রত্যাশায় রইলাম।

২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ইনশা-আল্লাহ হবে।

৭| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো বেশি সুন্দর লাগছে।++
জায়গাটা নিঃসন্দেহে সুন্দর।

শুভকামনা জানবেন।

২৭ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৪

আপেক্ষিক মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা। জায়গাটা ঢাকায়, বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্টে। সুন্দর জায়গা। বাংলাদেশে এসে এখানে ঘুরে যাবার আমন্ত্রণ রইল, প্রিয় ব্লগার...

৮| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৩

কালো যাদুকর বলেছেন: প্রফেশনাল (রাজীব নুর) যেহেতু সুন্দর বলেছে, তাহলে সুন্দর। লেগে পরেন, ছবি তোলাতুলিতে, পাকাপাকিভাবে।

২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩২

আপেক্ষিক মানুষ বলেছেন: :( এইটা কেমন কথা ভাই রাজিব ভাই বলেছে বলে আপনিও তার কথাই বলবেন, তবে আপনারও ভাল লেগেছে জানি ;)

লেগে পরেন, ছবি তোলাতুলিতে, পাকাপাকিভাবে। ইনশা-আল্লাহ ভাই, ইচ্ছা আছে। অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।

৯| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!

১০| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১:১৫

অর্ক বলেছেন: দারুণ সব ছবি। এডিট করে আরও সুন্দর করা যাবে।



স্ট্রিট ফটোগ্রাফিই শ্রেষ্ঠ...

শুভকামনা প্রিয় আপেক্ষিক মানুষ।

১১| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ব্লগে দেখা যাচ্ছে না, সব ঠিক আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.