![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী নজরুল ইসলাম'র মৃত্যুবার্ষিকীতে পলাশ এন্ড ফ্রেন্ডস এর শ্রদ্ধাঞ্জলি।
বিঃদ্রঃ জাতীয় কবি'র প্রতি গভীর শ্রদ্ধ্যা আর ভালোবাসা এবং তাঁকে সম্মান জানিয়ে আমরা গানটি করেছি।আমরা আমাদের ঘরানাকে ঠিক রেখে গানটি চেষ্টা করেছি মাত্র।যারা নজরুল গীতি পছন্দ করেন কিংবা চর্চা করেন তাঁদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি,যদি কোনো ভূল থেকে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন।
-পলাশ এন্ড ফ্রেন্ডস
হারানো হিয়া
কম্পোজিশন:পলাশ এন্ড ফ্রেন্ডস
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি ।
চারিদিকে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলীণ ফুলদ্বয়
বৃথাই সেথা হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসযামী ।
এলে অবেলায় পথিক বেভুল
বিদিছে কাটা নাহি পাবে ফুল
কি দিয়ে বরণ করি ও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী ।
ডাউনলোড করুন
ফেসবুক ফ্যান পেইজ
২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩১
মাহদী০০৭ বলেছেন: গান শুনলাম! চালিয়ে যান
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৯
মাহদী০০৭ বলেছেন: ভাই, ডাউনলোড তো দিতে পারিনা
মিডিয়াফায়ারে আপলোড দেন