নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

সিফাত৬৯

কিছু মানুষ একা থাকে ভালো আমি না হয় তাদের দলে যাবো -শাহান কাবন্ধ

সিফাত৬৯ › বিস্তারিত পোস্টঃ

ঈদের অ্যালবাম প্রসঙ্গঃ ১০ বছর পর ভাইকিংসের প্রত্যাবর্তন ও ফাহমিদা নবীর নজরুল সঙ্গীতের অ্যালবাম

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৭

ভাইকিংস ফিচারিং রানআউটঃ



দীর্ঘ ১০ বছর অপেক্ষা। কখনো ভাবিনি এই ব্যান্ড আবার ফিরবে।স্বপ্ন দেখেছিলাম সত্যি,আক্ষেপ জমা হয়েছিল কিন্তু ভাবিনি এই ব্যান্ড সব দুর্ভাবনাকে পেছনে ফেলে আবার ফিরে আসবে। এটাই বোধয় শ্রোতা আর গানের মেলবন্ধন।



ফাহমিদা নবীর "আমারে ছুইয়া ছিলে"



ফাহমিদা নবী এবার নজরুল সঙ্গীতের অ্যালবাম করলেন।পার্থ মজুমদারের সঙ্গিতায়োজনে এই অ্যালবামটি প্রকাশ করেছেন শিল্পী নিজে! বিশাল ব্যাপার।সাধুবাদ তো জানাতেই হবে আর তাছাড়া যেখানে নজরুল কে "অজানা" ভয়ে কেউ ছুতেও চান না,সেখানে এই সময়ে এমন একটা অ্যালবাম পাওয়া আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি।



শেষ কথাঃ

আজ অনেকদিন পর আমি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম।লেবেল ৬ টা আমার খুব পছন্দের জায়গা ছিল।লিফট দিয়ে উঠতেই কত্ত মিউজিক স্টোর ছিল।দেখলেই মনটা ভাল হয়ে যেত।অথচ আজ গিয়ে দেখি ২টা দোকান ছাড়া আর একটাও দোকান নেই!!! স্যামসাঙ নোকিয়া সিম্ফনি গিলে ফেলেছে সব



তবু আমি বোকা চোখে স্বপ্ন দেখে যাই।কারন বাংলা গানই পারে অকারনে কাদাতে,বাংলা গানই পারে একসাথে আনন্দে মাতাতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

মুরগির চামড়া ভেজে খাব আমরা বলেছেন: ফাহমিদা নবী একটা শিল্পী....হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.