![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে কি হবে এই সমাজের মানুষ গুলো যেন হিংস্র পশুতে পরিণত হয়েছে।দিনে দুপুরে কুপিয়ে হত্যা করতেছে আর লোকজন দেখে দেখে ভিডিও করতেছে এই যেন এক সিনেমার দৃশ্য ।আসলেই কি বীভৎস ভিডিও না দেখলেই বুঝা যাবে না।খাদিজা এখন মৃতপ্রায় এক মানুষের নাম ।হয়ত সেই বেচেঁ উঠবে কিন্তু সেই সম্ভাবনা খুবই কম ,না হয় এই হিংস্র জন্তুময় পৃথিবী ছেড়ে চলে যাবে ।কিন্তু বদরুলরা বেচেঁ থাকবে হয়তবা কিছুদিন লোক দেখানো জেল হবে।তারপর আবার বের হয়ে দ্বিগুণ উৎসাহে চাপাতি হাতে নেমে পড়বে আর বলবে হয়ত প্রেম দিবি না হয় জান দিবি।এখানে আইন বানায় বদরুলরা আর মারা যায় খাদিজারা।যদি খাদিজা বেচেঁ না থাকে তাহলে তার দেহের ময়নাতদন্ত হবে ।তখন ময়নাতদন্তের রিপোর্ট আসবে তনুর মত খাদিজা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় ভালুক তাকে আক্রমণ করেছিল আর বদরুল তাকে ভালুকের মুখ থেকে রক্ষা করতে চাপাতি হাতে ভালুককে আক্রমণ করতে গিয়ে কয়েকটা কোপ খাদিজার মাথায় লাগে।আসলেই বদরুলদের দ্বারা সব সম্ভব ।কারণ যুগে যুগে তনু ও খাদিজারা হচ্ছে নির্যাতিত আর বদরুলরা হচ্ছে পুরস্কৃত ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
পৃথিবী প্রতিদিন ভালোর দিকে যাচ্ছে।