![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে ঈশ্বর হে আল্লাহ তুমি নাকি মহান স্রষ্টা।তুমি নাকি মহান তাই তোমার চোখে থাকে না কোন কিছুই অদৃশ্যমান ।তুমি নাকি গরীব ধনী সবার সৃষ্টিকারী।তাহলে তুমি কি দেখনা এক মুঠো অন্ন ও বস্ত্রের জন্য তোমার গরীব বান্দারা ধনীদের কত নির্মম অত্যাচারের শিকার ।তুমি কি দেখনা তুমি হচ্ছ মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টিকারী।তুমি কি দেখ না তুমি হচ্ছ চরম তামাশাকারী।তুমি কি দেখনা তুমি হচ্ছ কত বড় চাপাবাঁজ।তোমার কথায় বিশ্বাস করে তোমার বান্দারা তোমার জন্য জীবন দেয় ।তুমি একদিকে বল আত্মহত্যা ও মানুষ হত্যা মহাপাপ আর অন্যদিকে বল তোমার জন্য জীবন দেওয়ার অর্থ হল শহীদ আর অনাবিল শান্তি ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
সেলিম৮৩ বলেছেন: অাপনার মহাশয় মতিভ্রম ঘটেছে। ভেরি অানকনসাস পারসোন!!!!!!!!!
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
আশাবাদী অধম বলেছেন: আপনি আল্লাহর বিরুদ্ধে হাইকোর্টে একখানা রিট পিটিশন দাখিল করুন।
আপনার জন্য একখানা সুসংবাদ আছে! গুলশানে নিহত ওসি সালাউদ্দিন বর্তমানে পরজগতে বহুত কষ্টে দিনাতিপাত করিতেছেন। সেখানে কোনভাবেই উপরি ইনকাম জুটিতেছেনা। তাকে কিছু পকেট খরচ দিলে আল্লাহকে আটক করে কোর্টে সোপর্দ করে দিবেন। কচকচে নোট বাড়িয়ে দিলে রিমান্ডও মন্জুর হয়ে যাবে। আর আপনি সেই সুযোগে আল্লাহর আসনের দখল নিয়ে নিবেন। কি মজা!
৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০২
অন্তু নীল বলেছেন: নিয়মিত ব্লাড প্রেসার চেক করান।
দুএকটা এম্বুলেন্সের নাম্বার লিখে রাখুন।
নেটে প্রাথমিক চিকিৎসার নিয়মাবলি সার্চ করুণ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
জীবন কি কঠিন মনে হচ্ছে?