নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটুকি বাবা

টুকটুকি বাবা › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টিকর্তা ও শয়তান বিশ্লেষণ

১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

আমি আক্ষরিক অর্থেই সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করি না।তারপর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলা হয় সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে বলা হয় শয়তানের ও অস্তিত্ব আছে।কিন্তু আমার প্রশ্ন হল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলা হয় সৃষ্টিকর্তা এই পৃথিবীর সবকিছুই নাকি মানব কল্যাণে সৃষ্টি করেছেন তা যদি সঠিক হয় তাহলে নিশ্চয় তিনি শয়তান ও মানব কল্যাণে সৃষ্টি করেছেন ।কারণ শয়তান ও তার সৃষ্টির একটি অংশ ।অথচ আমাদের কাছে শয়তান হচ্ছে সবচেয়ে ঘৃণ্য ।একটা কথা আছে অন্যায় কারীর চেয়ে অন্যায়কে সৃষ্টিকরী বড় অপরাধী।তাহলে এই কারণেই সৃষ্টিকারী কি বড় অপরাধী নয় ।কারণ তিনিই তো শয়তানকে এসব অন্যায় করার সুযোগ দিয়েছেন ।আসলেই এসব হচ্ছে তার ফন্দি ।তিনি একদিকে মানুষকে শয়তান থেকেই দূরে থাকার জন্য বলেছেন ।অন্যদিকে তিনি নিজেই শয়তান সৃষ্টি করেছেন ।একেই বলে চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক এই অবস্থা।এই হল সৃষ্টিকর্তা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

নেবুলাস বলেছেন: মানুষকে পরীক্ষার জন্য।

২| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

অগ্নি রাসেল বলেছেন: নিজের বিশ্বাস নিজের কাছেই রাখেন।কেন সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন।যার বিশ্বাস তার কাছেই থাক।আপনি ব্যাতিক্রম সেটাকে পুজি করে সেলিব্রেটি হতে চান এটা ঠিক না।আমরা সবার বিশ্বাসের প্রতি সম্মান দেখাই।সবাই শান্তিতে থাকি।

৩| ১২ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১১

বিবেক ও সত্য বলেছেন: ৥অগ্নি রাসেল , নিজের বিশ্বাস নিজের কাছে রাখতে পরামর্শ দিচ্ছেন ওনাকে। যখন হুজুররা তাদের বিশ্বাস প্রচারের ওয়াজ-নসীহত করে মানুষকে বিভ্রান্ত করে বেড়ায় তখন তো এ কথা বলেন না? ডাবল স্টান্ডার্ড আচরন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.