নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটুকি বাবা

টুকটুকি বাবা › বিস্তারিত পোস্টঃ

পশু পাখিদের মধ্যে একতা থাকলেও মানুষের মধ্যে নেই

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৭

পশু পাখিরা তাদের নিজস্ব প্রজাতির মধ্যে নিবিরভাবে একতা থাকলেও মানুষের মধ্যে তা নেই ।তার প্রধান কারণ হল ধর্ম ।কারণ আমরা আমাদের মধ্যে ধর্মের প্রাধান্য দিতে গিয়ে আমাদের মনুষ্যত্ববোধ লোপ পায়, জেগে উঠে পশুত্ব বোধ ।যার কারণেই আমরা একই গোত্রের একই দেশের সদস্য হয়ে ও ধর্মীয় রোষানলে পড়ে বিভেদ ও সংঘাত সৃষ্টি হচ্ছে ।আজ মায়ানমারে আরাকান মুসলমানদেরউপর নির্যাতন করতেছে বৌদ্ধ ধর্মের লোকজন ।যার কারণ তারা মুসলমান ।ফলে তারা একই দেশের লোকজন হয়ে ও তাদের অধিকার থেকেই বঞ্চিত হচ্ছে।ঠিক বাংলাদেশে ও ধর্মীয় কারণে অন্য ধর্মের লোকজনের উপর নির্যাতন ।ভারতে ও একই ঘটনা ঘটতেছে।যেমন ধরুন হিন্দুরা বলে গো মাংস খেতে পারবে না আর মুসলিমরা বলে তারা শূকর খেতে পারবে না।তাহলে এই বিপত্তিটা আসল কোথা থেকেই মূলত ধর্মই এই বিপত্তির মূল কারণ ।কিন্তু আমরা যদি ধর্মীয় tag বাদ দিয়ে সবাই এক হই তাহলে আমাদের পরিচয় হবে মানুষ হিসেবে ।তখন কিন্তু আমরা সবাই এক ।আমাদের মধ্যে কোন ধর্মীয ধর্মীয় ভেদাভেদ থাকবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩২

শেখ জামাল ১২ বলেছেন: হুম । হাছা কইছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.