![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৬৮ সাল।
পাকিস্তান অধিপতি, ফাদার অফ (basic)ডেমক্রেসি, জনদরদী, ফিল্ড মার্সাল জেনারেল আইয়ুব খান ১০ বছর কঠোর ভাবে পাকিস্তান শাসন করছেন। পালিত হচ্ছে উন্নয়নের দশক। সারা দেশে সাজ সাজ রব, উতসব চারিদিকে। যেদিকে চোখ যায়, শুধু উন্নয়ন আর উন্নয়নের বন্যা। রেডিও, টেলিভিসন জুড়ে কেবলই আইয়ুব বন্দনা। সরকারি কর্মচারিরা শুভেচ্ছা র্যালি করছে রাজপথে।
পশ্চিম এবং পূর্ব; সমগ্র পাকিস্তানে আইয়ুব শাহী'র একচ্ছত্র রাজত্ব কায়েম। প্রতিপক্ষ শেখমুজিব কোণঠাসা। একদিন বাইরে তো ৩ দিন জেলে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তকমা। মাথার উপর ঝুলছে আগরতলা ষড়যন্ত্র মামলা। আওয়ামিলিগ কর্মীরা গ্রেফতার/নির্যাতন আতঙ্কে দিশাহারা।
_________________________________
ইতিহাস ফিরে ফিরে আসে।
______________________
"ইতিহাসের সবচেয়ে বড়ো শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না!" - হেগেল।
২| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেনঃ "ইতিহাস ফিরে ফিরে আসে"!
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯
পলাশবাবা বলেছেন: হু সেটাই সমস্যা । ইতিহাস ফিরে ফিরে আসে।
ভাই এখানে কেউ নজরদারি করে নাতো।