নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাতুল্লাহ

আমাতুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ফলোআপ-১ : এ কোন ধরনের মধ্যযুগীও বর্বরতা ! ! সাউথ ইস্ট ইউনিভার্সিটির সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত ৫ এ.আই.ইউ.বিয়ান

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র বেশধারী সন্ত্রাসীদের হামলা- AIUB

ক্যাম্পাসে পুলিশ !

সাউথ ইস্ট ইউনিভার্সিটির কতিপয় ছাত্রবেশী সন্ত্রাসীর হামলায় গত ১০

ফেব্রুয়ারী এ.আই.ইউ.বির CSE ডিপার্টমেন্টের ৫ ছাত্র আহত হওয়ার পর আজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজমান ছিলো।

এ.আই.ইউ.বি অফিস সুত্রে জানা যায়, গতকালের ঘটে যাওয়া সংঘর্ষেরব্যাপারে ভার্সিটি অথরিটি এখনও কোনো প্রকার একশনে যায়নি ! এর কারণ সম্পর্কে জানতে চাইলে EEE-র এডমিন অফিস থেকে জানানো হয়, একদিনের মধ্যে সন্ত্রাসী শিক্ষার্থীদের সনাক্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহনের আল্টিমেটাম দিয়ে এ.আই.ইউ.বি অথরিটি সাউথ ইস্টইউনিভার্সিটিকে ইতোমধ্যে নোটিশ

পাঠিয়েছে। এর প্রেক্ষিতে সাউথ ইস্টের প্রতিক্রিয়া দেখে এ.আই.ইউ.বি পরবর্তী পদক্ষেপ

গ্রহণ করবে। গতকাল মামলার প্রস্তুতি নিয়েও কেন আজ আবার আল্টিমেটাম দেয়া হলো- এ প্রশ্নের কোনো সদুত্তর এসিট্যান্ট এডমিন অফিসার দিতে পারেনি। তিনি এসময় সবাইকে ধৈর্য্য

ধরার আহ্বান জানান।

আজকে AIUB-র EEE ও CSE ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। অনেক পুলিশ সদস্যকে এসময়ে ক্যাফেটেরিয়াতেও ঘুরতে দেখা যায়। এতে করে এ.আই.ইউ.বিয়ানদের মাঝে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে এডমিন অফিস থেকে জানানো হয়, পুলিশ ওয়াশরুম

ব্যবহারের জন্যেই ক্যাম্পাসে ঢুকেছিলো, অন্যকোনো কারণে নয়।সাউথ ইস্টের সামনেও পুলিশের

উপস্থিতি ছিলো উল্ল্যেখযোগ্য।

সন্ত্রাসীদের হাতে এ.আই.ইউ.বির শিক্ষার্থীরা আহত হওয়ার পর এখন দুই ভার্সিটির সামনে পুলিশ মোতায়েন করে আসলে কার নিরাপত্তা প্রদান করা হচ্ছে- অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। তবে দায়িত্বপালনরত এক পুলিশ সদস্যকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান- গতকালকের ঘটনার জের ধরে যেনো আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয়,

সেজন্যেই এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সাউথ ইস্টকে দেয়া এ.আই.ইউ.বি অথরিটির

আল্টিমেটাম শেষ হবে আজ রাতে। এরপর নিজেদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই হামলার উপযুক্ত বিচারআদায়ে এ.আই.ইউ.বি অথরিটি কী পদক্ষেপ

নেয়-সেদিকেইতাকিয়ে আছে এ.আই.ইউ.বিয়ানরা।তবে ভার্সিটি অথরিটি শেষতক উপযুক্ত

কোনো ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হলে সুযোগ পাওয়া মাত্র এ.আই.ইউ.বিয়ানরাই এই হামলার

দাত-ভাঙ্গা জবাব দেবে বলে আবীরের ব্যাচমেটরা জানিয়েছেন।



Follow earlier post- Click This Link এ কোন ধরনের মধ্যযুগিও বর্বরতা ! ! সাউথ ইস্ট ইউনিভার্সিটির সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত ৫ এ.আই.ইউ.বিয়ান ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

করাত বলেছেন: ki hoisilo ? kono news to pai nai

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

আমাতুল্লাহ বলেছেন: করাত উপরে লিংক দেওয়া
Click This Link

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

ডার্ক ম্যান সুজা বলেছেন: ki hoicilo????

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

আমাতুল্লাহ বলেছেন: আগের লেখাটি পড়ুন।লিংক দেওয়া হয়েছে

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

নাঈম_নাজিউর বলেছেন: এআইউবির অথরিটি আমার ধো_। কালকে মারামারি লাগার পর আমরা যারা বাইর হইছি (বিবিএর) সবগুলারে আটকায় রাখছিল আর পুলিশ তো দুই মিনিটের মধ্যে হাজির!! পুলিশ গুলারে কতটাকা যে খাওয়ায় এ এআইউবি তা আল্লাই জানে! আর আমগো পোলাপানের দোষ আছে সব সালার ধইন্চা সাথে সাথে (পুলিশ আসার আগে) যাইয়া গাড়াইতে পারতো না? আমরা যারা লাঠি বাশ নিয়া যাইতে নিছি আমগোরে দেয় থ্রেট যে ভার্সিটি থেইকা বাইর কইরা দিবো আজিব অবস্হা! আমগো পোলাপাইনরে মারবো আর আমরা চুপচাপ বইসা থাকমু। যাই হোক বেশি প্যাচাল পাইরেন না আবার ছাগু-রাজাকার-ভাদা বানায় দিবো।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

শৈশব মেলা বলেছেন: @নাঈম_নাজিউর ভালো বলেছেন

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: সব পোলাইপান যেইখানে একটা সেনসেটিভ ইস্যু নিয়া শাহবাগরে সেন্টার কইরা ঘুরতেছে এই সময় কিছু পোলাইপান সিগারেট কিনতে গিয়া খুচরা টাকা ফেরতে গ্যাঞ্জামে মশগুল। ভালো!

তা আসল ঘটনা কি একটু খুইলা কন তো। একটা ব্যানসন কিন্যা দোকানদাররে ৫০০/১০০০ টাকার নোট দিছিল এইটা নিয়া গ্যাঞ্জাম নাকি দোকানদার টাকা ফেরত দেওয়ার সময় কম টাকা ফেরত দিছিল এইটা নিয়া গ্যাঞ্জাম?

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

রিজভি মাহমুদ বলেছেন: @নাঈম_নাজিউর যা বলার বলেই দিল। কিছু করার নাই, আমাদের অথরিটি ই আমাদের কিছু করতে দেয় না , কথায় কথায় বের করে দিবে বলে X(( । মানুষ ব্লগ যে কোন ধরনের ঘটনা নিয়ে কথা বলতেই পারে এত রাগের কি হইলো ? @ কুনোব্যাঙ

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: স্যরি ব্রো।



@রিজভি মাহমুদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.