![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আছ বলে পশ্চিমাকাশে সন্ধ্যাতারাটা বিষন্ন একাকীত্বে চুপিচুপি জ্বলে ওঠে,
তুমি আছ বলে পৃথিবীর সব সুখ বাগানের এক কোনে ঘাসফুল হয়ে ফোটে।
তুমি আছ বলে সাগরের সব বড় ঢেউ মাথানত করে বালুতীরে এসে মিশে,
তুমি আছ বলে অজানা কোন আনন্দে নিষ্পাপ শিশু স্বপ্নের মাঝে হাসে।
তুমি আছ বলে বিশাল স্রোতস্বিনী দুপাড় সবুজে সজীব করে সাগরে এসে মিলায়,
তুমি আছ বলে উষ্ণ তপ্ত ধরনীর বুকে শান্তির বার্তা নিয়ে বৃষ্টি আসে চড়ে মেঘের ভেলায়,
তুমি আছ বলে সপ্ন সত্যি হয়ে কথা বলে আশাহীন মানুষদের বাঁচতে শেখায়,
তুমি আছ বলে অপরাধ না করার প্রতিজ্ঞা নিয়ে অপরাধী এসে দাড়ায় বিবেকের কাঠগড়ায়।
তুমি আছ বলে মোনালিসার রহস্যময় হাসি এখনো মুখ থেকে মুছে যায়নি,
তুমি আছ বলে পাহাড়ের কঠিন বুক বিদীর্ণ করে বেরোয় সুপেয় মিষ্টি পানি।
তুমি আছ বলে বৃক্ষের শাখায় এখনো সুর তোলে গ্রীষ্মের তপ্ত হাওয়া,
তুমি আছ বলে জগতে এখনো আছে অল্প চাওয়া আর সীমাহীন পাওয়া।
তুমি আছ বলে বসন্তের প্রথম কোকিল সংগিনীকে ডেকে ফেরে নিঃসংজ্ঞ অলস দুপুরে,
তুমি আছ বলে বাদল দিনের দ্বিতীয় কদম ফোটে বর্ষার অঝোরে,
তুমি আছ বলে প্রিয়র মুখ দেখে স্নিগ্ধ হাসি ফোটে গোপন প্রিয়ার অধরে,
তুমি আছ বলে চৈত্রের তৃতীয় দিবসে ক্লান্ত রাখালের বাশির সুর ভেসে যায় সুদুরে।
তুমি আছ বলে কল্পনাচারী কোন লেখকের কলম ছোটে ভবিষ্যতের পথে পথে,
তুমি আছ বলে সম্ভাবনাময় আগামীর পথে সপ্নালু জাতি এগোয় হাত রেখে হাতে।
তুমি আছ বলে মেঘে ঢাকা শশী লাজ ভেংগে মায়াবী জ্যোস্না বিলায়,
তুমি আছ বলে টকটকে লাল সূর্যের আগমনে পৃথিবী ভরর ওঠে অপুর্ব সুন্দর আলোয়।
তুমি আছ বলে আগ্রাসী বিশ্বে শান্তি টিকে আছে যুদ্ধের বিপরীতে,
তুমি আছ বলে দক্ষ শ্রমিকের গ্রন্থিল বাহু কাজ করে চলে দেশের উন্নতিতে,
তুমি আছ বলে জানার সপ্ন নিয়ে মানুষ পা বাড়ায় অজানার কন্টকিত পথে,
তুমি আছ বলে পক্ষাঘাতগ্রস্ত আইন এখনো চায় যথাযোগ্য মর্যাদায় মাথা তুলতে।
তুমি আছ বলে জোড়া ডলফিন মনের আনন্দে খেলে বেড়ায় সাগরের গহীনে,
তুমি আছ বলে কি এক অব্যক্ত ব্যথায় হিংস্র শ্বাপদ গুমরে কাদে গভীর অরন্যে।
তুমি আছ বলে গায়ের বাঁশঝাড়ের আধারে জোনাকিরা আলো জ্বালায়,
তুমি আছ বলে অভয়ারণ্যের গাছে গাছে ময়ুরেরা তাদের উজ্জ্বল পেখম মেলায়।
তুমি আছ বলে সরিষা ক্ষেতের হলুদের মাঝে ছুটে বেড়ায় চির চঞ্চল অলি,
তুমি আছ বলে রৌদ্রকরোজ্জ্বল দুপুরে মাঝপুকুরে রাজহাঁসেরা খেলে জলকেলি।
তুমি আছ বলে আমাকে আপন করে নিজের মনের মাঝে চেয়েছ,
তুমি আছ বলেই গতকালের অচেনা মানবী আজ আমার বন্ধু হয়েছ।
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৮
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।