![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
MGM (metro-goldwyn-meyar) studio সমীপে "টম অধিকার রক্ষা এবং অপমান প্রতিরোধ কমিটি"র কয়েকদফা দাবিঃ-
১. টমক্যাট কে ঘন ঘন গৃহস্থালি বস্তুসামগ্রীতে পরিনত করা যাবে না। যেমনঃ চেয়ার, টেবিল, বাক্স, বেলুন, থালা-বাটি, পাপোশ ইত্যাদি।
২. টমের পাতা অসাধারন ফাদে মাঝে মাঝে জেরিকে ধরা পড়াতে হবে। জেরির ১০০% trap escape ability কোনমতেই গ্রহনযোগ্য নয়।
৩. অন্য কোন প্রানীর সাহায্যগ্রহন করতে পারবে না জেরি। যেমনঃ টুইটি বার্ড, জুজুৎসু জানা জেরির মামা, পোলার বিয়ার ইত্যাদি। আর যদি সে সাহায্য পায় তবে টমেরও সাহায্যকারী দিতে হবে। আর এক্ষেত্রে সেই সাহায্যকারীরা শুধু সংখ্যা বাড়ানোর জন্য থাকবে না। জেরির কাছে নাকানিচুবানি না খেয়ে সত্যিকার সাহায্য করবে।
৪. বুলডগ killer কে সবসময় টমের শত্রু করে রাখা চলবে না। মাঝে মাঝে তাকে টমের পাশে দাড় করাতে হবে।
৫. বিজ্ঞান বহির্ভূত অলীক জিনিস প্রদর্শন এবং সেই phenomenon টমের বিরুদ্ধে ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আর ব্যবহার করলে তার রেশিও হতে হবে ১:১। উদাহরনঃ টমের দাবড়ানি খেয়ে জেরি গাছের মগডালে গিয়ে উঠল, টম করাত দিয়ে সেই ডাল কেটে দিল আর ততক্ষনাত পুরো গাছটা টমসমেত হুড়মুড়িয়ে পড়ে গেল নিচে। আর জেরি গ্রাভিটি কে বুড়ো আংগুল দেখিয়ে দাড়িয়ে রইল ডালের উপর শুন্যে। তারপর কোথা হতে এক ফিমেল আন্ডারগার্মেন্টস এনে প্যারাসুট বানিয়ে নেমে এল হাত পা ভাংগা টমের সামনে। (মেনে নেয়া যায়???)
৬. মানুষ কে বিনা কারনে বা ছোট ছোট কারনে টমের পশ্চাতদেশে লাথিমারা থেকে বিরত রাখতে হবে।
৭. জেরির ক্ষুধা কমাতে হবে। টমের সাথে প্রতিযোগিতা করা চলবে না।
৮. একসারি পিঁপড়ার চলার কারনে একটা গাছের ঝাঁকানি খাওয়া বন্ধ করতে হবে, বিশেষ করে যখন সেই গাছের ডালে টম হ্যামকের রশি বেঁধে শুয়ে থাকে।
"টম অধিকার রক্ষা এবং অপমান প্রতিরোধ কমিটি" পরিচিতিঃ
প্রতিষ্ঠাতা সভাপতি : জুলিয়ান
প্রতিষ্ঠাকাল : ৭ই অক্টোবর, ২০১৩
সদস্য রেজিস্ট্রেশন চলছে (fun)। টমলাভার যে কেউ আমন্ত্রিত।
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: এড করে দেব নাকি? হা হা হা
২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৪
মাঘের নীল আকাশ বলেছেন: টম-জেরী দুজনের অধিকারই রক্ষিত হোক!
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৭
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: জেরির পিছনে টম লেগে থাকে এটা ঠিক, কিন্তু জেরিই তো সবসময় জেতে। টম শুধু হারেই---------
৩| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৮
রাবেয়া রব্বানি বলেছেন: ঠিক এমনটাই আমি ভাবি। ভালো লাগল বেশ
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪২
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হা হা।
৪| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩
যোগী বলেছেন:
আমি থাকতে তোরে সভাপতির পোষ্টটা দিল কেডা?
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ভাই, সম্বোধন টা জানি কেমন লাগল!!! ধরে নিচ্ছি আপনি ফান করে বলেছেন-------
৫| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
কাবিল বলেছেন:
আরও আছে, জেরির রুমের দরজা বড় করতে হবে।
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ঠিক
৬| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:০০
হাসান মাহবুব বলেছেন: হাহা! আসলেই জেরির সাথে পক্ষপাতমূলক আচরণ করা হয়। আপনার দাবীগুলোর সাথে একাত্মতা অনুভব করলাম।
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনাদের পাশে পেয়ে আন্দোলন এর গতি আরও বেগবান হল । হা হা হা
৭| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬
ভূতের কেচ্ছা বলেছেন: এই সব ভূতুরে দাবী মানি না...........
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: মানতে হবে মানতে হবে--------
৮| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ঃ)ঃ)ঃ)
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩৩
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হা হা
৯| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: মজা পেলাম। দাবি মেনে নেওয়া হোক।
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৮
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: মেনে নেয়া হোক
১০| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: দাবীর পিছনেতো যথেষ্ট যুক্তি আছে। কিন্তু দাবীগুলো মেনে নিলে টম এন্ড জেরি আর কেউ দেখবে কিনা ভেবে দেখা দরকার। আমারতো মনে হয় আপনি নিজেই দেখবেন না।
পোস্ট পড়ে অনেক মজা পেলাম জুলিয়ান।
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে বিদ্রোহী বাঙালি ভাই
১১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৮
নাঈম৭৫৩৭ বলেছেন: মজা পাইলাম ভাই.।.।.।.।.। আমিও টমের দলে।
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আমিও টমের দলে -----
১২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৫১
এম এম করিম বলেছেন: মজা পেলাম।
+++
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ
১৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৯
ক্ষতিগ্রস্থ বলেছেন: প্রেসক্লাবের সামনে একটা মানববন্ধন হয়ে যাক...
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৭
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: বাংলাদেশের যে অবস্থা এ দাবি নিয়ে মানববন্ধনে গেলেও পুলিশ এয়সা প্যাদানি দিবে যে, টম তো টম বাপের নামও ভুলে যাব । হা হা হা------
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:০৬
ইসপাত কঠিন বলেছেন: সহ-সভাপতি বা সিনিয়র মহাসচিব বা মহাসচিব পদ খালি আছে? আমি এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করলাম।
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:২০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: সব পদ খালি। সাহসী সন্তান এগিয়ে আসুন------ হা হা হা
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:২৪
ইসপাত কঠিন বলেছেন: থ্যাংকু। আমি কিন্তু সংস্কারপন্হী, আর মাইনাস ফরমূলা আমার খুব ভালো লাগে
০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ২:০০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: এবার বুঝি সভাপতির পদ হারাতে হবে আমাকে। হা হা হা--------
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৬:০৬
আলাপচারী বলেছেন: আপনের লগে আছি। আগায়া যান। তবে মিছিল করতে ডাইকেন না। বেরসিক পুলিশের প্যাদানি খাইতে পারুম না।
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: না, আমরা ব্লগে ঝড় তুলুম। রাস্তায় বেরুব না---------
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:০৪
আছিফুর রহমান বলেছেন: এই আন্দোলন সরকারের বিরোদ্ধে বড় মাপের আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। বাংলার মাটিতে এই ষড়যন্ত্র কখনোই মেনে নেয়া হবে না
তালিয়া তালিয়া
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: টম সি আই এ তে ৫ বছর ধরে এজেন্ট এর কাজ করছে। হা হা হা
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯
তৃণ বলেছেন: দাবীগুলোর সাথে একাত্মতা ঘোষণা করলাম। চরম হয়েছে!
১৯| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
ইমরান আশফাক বলেছেন: আমি দুনিয়ার সমস্হ টমের পক্ষে আর সমস্হ জেরির বিপক্ষে (তা সে যতই কিউট হউক না কেন)। এমজিএম স্টুডিওকে লিগ্যাল নোটিশ পাঠানো হউক কমিটির পক্ষ থেকে।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১২
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হা হা। ঠিক
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা। জটিল হইছে। আরো একটা আছে, পানি উপর অর্ধেক পর্যন্ত দৌড়ানো যাবে না!!!