![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিলাম জাইগোট।
তার কিছুক্ষন আগের কথা,
যখন প্রেমিকার সাথে মিলিত হবার তীব্র বাসনা নিয়ে ছুটে আসছিল প্রেমিকের দল, ছন্দময় দ্রুতগতিতে, সংকীর্ণ পথে;
আমরন।
অবশেষে বিজয়ী প্রেমিক মিলিত হল প্রেমিকার সাথে,
আর তার সাথে সাথে এক মানবাত্মার পথচলা হল শুরু।
পরিনত হলাম জাইগোটে,
এখন আমি আরো পরিনত দেহধারী অস্তিত্ব।
আচ্ছা, হেরে যাওয়া প্রেমিকের দলের কোন কেউ কি এখনকার আমার চেয়ে
আরও সুচারু কোন অস্তিত্বের বিকাশ ঘটাতে পারত?
কি জানি? আমি নিশ্চিত নই।
সেই জাইগোট,
যা এখন বিপরীতমুখি শত চরিত্রের অন্ধকারাচ্ছন্ন অসম্পুর্ন অবয়ব।
কোষীয় উপাদানের বিশৃঙ্খলার বেড়াজালে আটকে বেড়ে ওঠা-
রক্ত, মাংস এবং আত্মা- এই ত্রিত্বের মনুষ্যাকৃতি।
আমি এবং আমার আত্মার পাচখন্ড নিয়ে
ছোট এক ডিঙ্গি নৌকায় করে মহাসাগর পাড়ি দিয়ে
পৌছালাম সিল্লার কাছে; বিতৃষ্ণার হাত থেকে রেহাই পেতে।
কিন্তু কোথায় তার সেই আস্ফালন? কেউ এল না।
হাজার বছরের অনড় নিয়মের বত্যয় ঘটল আমায় ঘিরে।
সেই জাইগোট,
যা এখন অমোঘ নিয়তির কাছে পরাজিত ব্যর্থ, হতাশ হৃদয়।
সাধারনত্ব এবং অসাধারনত্বের অসহায় সম্মিলনের সামনে লজ্জাবনত,
আমিই যার পরিনত এবং রুপান্তরিত আবাস।
শোকে কাতর, হতাশায় নিমজ্জিত, রোগে দুর্বল মুমূর্ষ এক আত্মার সূক্ষ্মরূপ সেই আদিকোষ;
যার গহীন অভ্যন্তরে চলমান চির বিশৃঙ্খলা জন্ম দেয় এমন এক অস্তিত্বের, যে চারপাশের
ছুড়ে ফেলা মৃত ভুলগুলো তুলে সাজিয়ে রাখার এক শবাধার।
যার মৌলিকত্ব প্রমান করার কষ্টিপাথর খুঁজে পাওয়া বিরল এক ভাগ্যের অদৃশ্য রূপ,
পরিচিত মুখগুলোর অবমাননা যাকে ধৈর্য্যের শেষ সীমায় উপনীত করে আবার ফিরিয়ে আনে
তার আদি এবং অকৃত্রিম ধূসর সীমানায়।
আর সেই সীমানার প্রান্তে এখন ঘনিয়ে আসছে বিষণ্ণ কালো ছায়া, যার মাঝে প্রস্ফুটিত হচ্ছে
তার মত অযুত-নিযুত আত্মার বৃথা হাহাকার; যাদের দুঃখ বোঝার কেউ নেই।
যারা একেকজন অন্তহীন দুঃখ রাজ্যের একচ্ছত্র অধিপতি।
সেই জাইগোট,
যা এখন মর্যাদাহীনতার গ্লানিতে আকণ্ঠ নিমজ্জিত আর্তচিতকাররত আত্মার বীভৎস, কুৎসিত রূপ।
যার পরিণত মনুষ্যাবয়ব এখন আঁধার এবং দুঃখের প্রকৃত রূপ খুঁজে ফেরে উজ্জ্বল আলোয় উদ্ভাসিত
রাজ্যের আলোকিত পথের বাঁকে বাঁকে।
যেখানে তাদের অবদমিত করে রাখে জগতের সব আলো আর সুখ।
চাওয়া এবং পাওয়ার আদিম দ্বন্দ্বযুদ্ধে পরাজিত ছায়ামানুষের মৃতদেহকে ঘিরে উৎসবরতদের
বিশৃঙ্খল ভিড়ে নিজেকে খুঁজে না পেয়ে আমি খুশি; উৎসবে যোগ না দেওয়া আত্মাদের মধ্যমণি
হবার বাসনা নিয়ে তাদের খুঁজে না পেয়ে একাই উৎসব করি।
অন্তর চোখে দেখি সেই পরাজিত আত্মার স্বর্গীয় উজ্জ্বল রূপ; যার হাসিমুখ এখনো অমলিন আর সুন্দর।
যেন আমাকে বলে, ‘এগিয়ে যাও। তুমিই একদিন জিতবে। এই দুঃখ-জরাগ্রস্থ পৃথিবী তোমারই মত
শুভ্রচিন্তার মানুষের জন্য টিকে আছে। আমাদের মত দুঃখের নির্মম কষাঘাতে জর্জরিত, দুঃখ সাগরের পবিত্র পানিতে
গোসল সেরে পবিত্র হওয়া আত্মাদের ভিড়ে তুমিই হবে মধ্যমণি। তুমি তাই পেরেছ, আমরা যা পারিনি। বিদায়।’
আমি হাত নাড়ি আর ভাবি নেতিবাচক সব ভাবনা, যেগুলোকে মনে হয় ধ্রুব সত্য।
মনে হয়,
আমি সেই জাইগোটের পরিণত সংস্করণ,
যেখানে হয় লক্ষ-কোটি শুভ্র চিন্তার এক হতাশাজনক সমাপ্তি।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ। প্রচণ্ড হতাশা নিয়ে এই লেখাটা লিখেছিলাম
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮
বিজন রয় বলেছেন: বিশাল লেখা। চমৎকার।
++++
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ভালো লাগল ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
শাহাদাত হোসেন বলেছেন: খুব ভালো লাগছে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
হিমুর মধ্যদুপুর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
সুমন কর বলেছেন: কঠিন সুন্দর !! মর্ম অর্থ বিশাল।
+।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হুম, বিশাল অর্থ
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । ভাল লেগেছে বড় আকারে লেখার বিষয়টি ।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আমি কেন জানি ছোট করে লিখতে পারিনা। লিখতে গেলেই বড় হয়ে যায়। কবিতা-গল্প---- একই অবস্থা ।
ধন্যবাদ আপনাকে
৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৮
আরণ্যক রাখাল বলেছেন: দারুণ
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
১০| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৬
ব্লগার রিয়াজ বলেছেন: খুব ভালো
লাগছে ভাই
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬
রেইড ইন স্কাই বলেছেন: অনেক সুন্দর কবিতা।