| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রথম পর্বের লিংকঃ Click This Link 
 
আল্পস এবং পুরো ইটালি। সাথে কিছু মেঘ, রাতের অন্ধকার আর কেলির মাথার ঘিলু!!! 
 
  
ওয়াও ছবি!!! প্রথমবার দেখে আমি কিছুক্ষন তব্দা খেয়ে বসেছিলাম। এত সুন্দর জায়গাও আছে!!! কিন্তু দেখার উপায় নেই যে আমাদের। তিব্বতের নোনাপানির হ্রদ লাঙ্গা কো, সংস্কৃত থেকে বাংলা করলে যার নাম দাঁড়ায়, শয়তানের হ্রদ। খাইছে!!! এত দেখি উপরে ফিটফাট, তল দিয়ে সদরঘাট। না ভাই, আমি ছবি দেখেই সন্তুষ্ট। শয়তান থেকে দূরে থাকাই মঙ্গল। কথায় আছে না, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এই লেকটা ও তাই!!
 
 না না, এটা পাবলো পিকাসোর আঁকা কোন ছবি না। এটা লেক তেঙ্গিস, কাজাখস্তান। 
 
 এনাকে বলা হয়, সাহারার চোখ। শত শত মাইল জুড়ে বিস্তৃত। 
 
 চাদমামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি। না না, একা হবার দরকার নেই। কেলি আর তার ক্যামেরা তো আছে!!! একাকীত্বের ভয় এর দরকার নাই। 
  
 এই সুন্দরী অস্ট্রেলিয়ান। 
 
 
প্রকৃতিমাতার নিজ হাতে আঁকা বিমুর্ত চিত্র। কাদের রিজ, উওমিং। 
 
  
শুধু কি সাফা কবির আর সাবিলা নূর সেলফি তুলতে জানে!!! না, কেলি ও তুলছে। স্পেস ওয়াক করার সময় তোলা সেলফি। ক্যাপশন হওয়া উচিত, শ্বাসরুদ্ধকরফি!!!!     
এছাড়াঃ     
 
 
 
 
২৬ শে মার্চ, ২০১৬  সকাল ৯:০৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: জানিয়ে মজা পেলাম ![]()
২| 
২৬ শে মার্চ, ২০১৬  সকাল ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সৃষ্টির কত বিস্ময়কর বৈচিত্র!!!!!!!!!!!!!
দারুনসসসসসস++++
 
২৬ শে মার্চ, ২০১৬  সকাল ৯:২১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদদদদদদদদ 
 ![]()
৩| 
২৬ শে মার্চ, ২০১৬  সকাল ৯:২৭
সোজোন বাদিয়া বলেছেন: সত্যিই অপূর্ব। অসংখ্য ধন্যবাদ।
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:০৮
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
৪| 
২৬ শে মার্চ, ২০১৬  সকাল ১১:৩০
মুসাফির নামা বলেছেন: অসাধারণ পোস্ট, ঘরে বসেই নভোচারি হয়ে গেলাম।
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:০৮
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হুম ![]()
৫| 
২৬ শে মার্চ, ২০১৬  সকাল ১১:৫৩
অনিসাদ রাজেদ বলেছেন: সব ছবিগুলোর জিপ ডাউনলোড লিংক দিতে পারবেন?  ![]()
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:০৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: নাই তো আমার কাছে ![]()
৬| 
২৬ শে মার্চ, ২০১৬  দুপুর ১:৪৩
শেখ মফিজ বলেছেন: অসাধারণ ছবিগুলো ধন্যবাদ।
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:১০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ছবিগুলো কে ধন্যবাদ দিলেন, নাকি আমাকে?? 
 যাকেই দিয়ে থাকেন, আপনাকেও ধন্যবাদ ![]()
৭| 
২৬ শে মার্চ, ২০১৬  দুপুর ১:৫৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:১০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ![]()
৮| 
২৬ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:১০
সুমন কর বলেছেন: সুন্দর !
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:১০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ![]()
৯| 
২৭ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:২২
হাসান মাহবুব বলেছেন: ব্যাপক!
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:১০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: অস্থির ![]()
১০| 
২৭ শে মার্চ, ২০১৬  বিকাল ৩:২৭
বিদ্রোহী সিপাহী বলেছেন: চোখ দু'টোকেই রঙিন বানায়া দিলেন ভাই...
ভাল লাগা
 
২৭ শে মার্চ, ২০১৬  রাত ৮:১১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: রঙ্গিন চক্ষু, রঙ্গিন দুনিয়া ![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬  সকাল ৮:৫৭
আমি মিন্টু বলেছেন: অসাধারণ অনেক কিছু জানা হল ।