![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর,
আক্কেল দাত,
লেফট-ডাউন মোলার রিজিওন,
মুখগহ্বর।
বিষয়ঃ একক সময়ে আত্মপ্রকাশের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপুর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বাহক মানবশরীর। গত বেশ কয়েক মাস যাবত বিভিন্ন সময়ে আমার মুখের গাম ঠেলে আপনার আত্মপ্রকাশের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আপনি উঠবেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু আপনার মত আক্কেল সম্পন্ন জিনিসের বোঝা প্রয়োজন যে, ব্যাথা নামক একটা ব্যাপার আছে যা মানুষসহ বিভিন্ন প্রাণী খুব ভাল করে অনুভব করতে পারে। আপনি একবারে উঠলে ব্যাথাটা একবারই আমাকে সহ্য করতে হত, কিন্তু একাধিকবার একটু একটু করে উঠার ফলে আমাকে বেশি সময় ধরে ব্যাথা সহ্য করতে হচ্ছে। আর সাথে মাথাব্যাথা, জ্বর, মুখফোলা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে; যা আমার দৈনন্দিন কাজে বিভিন্নভাবে অনাহূত সমস্যা সৃষ্টি করছে। তাই আপনার একক সময়ে আত্মপ্রকাশ করা একান্ত একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয় সমীপে একান্ত প্রার্থনা, আপনি একক সময়ে আত্মপ্রকাশ করে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত বাহক,
জুলিয়ান।
সংযুক্তিঃ
১. ডেন্টিস্ট প্রেসক্রিপশন,
২. ঔষধ এর তালিকা।
২| ০৩ রা জুন, ২০১৬ রাত ১২:০৫
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: দেরীতে রে ভাই, দেরীতে
৩| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৪
হাসান মাহবুব বলেছেন: কান্দন আয়া গেলো অতীতের ভোগান্তির কথা মনে কৈরা।
০৭ ই জুন, ২০১৬ সকাল ৯:১৩
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ রাত ৯:২৯
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভাই, আপনের বয়স কত? আক্কেল সময়ের আগেই উঁকি দেয়ার ট্রাই করতেছে নাকি দেরীতে দিলো?