![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানের লোগো করলাম, শখের বশে।
বিদেশি মুভি দেখতে গেলে বা কোন কিছু নিয়ে একটু স্টাডি করতে গেলেই বিভিন্ন সরকারী লোগো চোখে পড়ে আমার (আমার আবার লোগোর উপর ফ্যাসিনেশন আছে)। যখন নিজ দেশের সাথে কমপেয়ার করি তখন খারাপ লাগে।
কেন জানি সরকারী বেশিরভাগ লোগোই আমার পছন্দ হয় না। অনেকটা দায়সারা গোছের। দিতে হয় তাই দেয়া। কিন্তু বিদেশি লোগো গুলো খুব এরিস্টোক্রেটিক হয়।
দেখি, বিদেশি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার রা প্রেস কনফারেন্স করছেন, পিছনে সুন্দর সুন্দর লোগো সহ অভিজাত ব্যাকগ্রাউন্ড। আর আমাদের দেখি একটা কাগজে দায়সারা ভাবে প্রেস কনফারেন্স লেখা থাকে (কনফারেন্সটাও দায়সারা কিনা, তাই হয়ত)।
ভাবি, ইশশ আমাদেরও যদি এমন হত। একটা করলাম নিজের মনের শান্তির জন্য। অভিজাত একটা ভাব দেয়ার চেস্টা করেছি, কতটুকু সফল কে জানে!!!
এটা প্রাতিষ্ঠানিক লোগো। জিনিসটা বেশ ভাল, তবে আধুনিকায়ন দরকার বলে আমার মনে হয়।
পোস্টটা কে কেউ ধৃষ্টতা মনে করলে, নিজ গুনে ক্ষমা করবেন।
২| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:১৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ওয়াও! সুন্দর হয়েছে তো!
২১ শে জুন, ২০১৬ রাত ১২:১২
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে জুন, ২০১৬ সকাল ১০:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে।
২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৫১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৪| ২১ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৬
অশ্রুকারিগর বলেছেন: আপনার লোগো তো অনেক সুন্দর হয়েছে।
২১ শে জুন, ২০১৬ রাত ৮:৫৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধইন্যাপাতা আপনাকে
৫| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৪
ইছামতির তী্রে বলেছেন: আপনার করা লোগো'র বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানালে বেশী ভাল হত।
২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৭
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ভাই, একদম শখ করে বানান। আমার ডিজাইন করতে ভাল লাগে তাই করা।
মহাকাশ গবেষণা এবং রিমোট সেন্সিং দুইটা কেই রিপ্রেজেন্ট করছে লোগোটা।
আর রকেট দিয়ে বোঝাতে চেয়েছি অদূর ভবিষ্যতে এখান থেকে মহাকাশ আভিযান চালানোর ইচ্ছাও আছে। তারাগুলো মহাকাশ নির্দেশ করছে
৬| ২৫ শে জুন, ২০১৬ রাত ১০:০৯
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: লোগো পছন্দ হয়েছে।
২৬ শে জুন, ২০১৬ রাত ১২:০৬
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ, আপনাকে
প্রশংসা বাক্য শুনলে কার না ভাল লাগে বলুন!!!
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২০
রায়ান মুন্সী বলেছেন: