| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এতদিন মুভি তে বিভিন্ন দেশের স্পেশাল ফোর্সের অপারেশন দেখতাম আর ভাবতাম এমন বাহিনি কি আমাদের দেশে হবে??? 
হ্যা, আমাদের দেশে আছে। এবং অপারেশন এমন ভাবে শেষ করেছে যে, সি এন এন  এর প্রোগ্রামে এফবিআই এর সদস্য বলতে বাধ্য হয়েছে, কিভাবে এরকম একটা অপারেশন করতে পারল কমান্ডো রা!!!! কি স্ট্রাটেজি ফলো করেছিল!!    
 
 
  
 
 
 
 
 
 
 
 
কমান্ডো রা সেনাবাহিনীর ১ নং প্যারা কমান্ডো ইউনিট এর সদস্য 
ভিডিওঃ dk hwang   নামে এক বিদেশীর নিজ ক্যামেরা। পয়েন্ট জিরো এর পাশের এক ফ্ল্যাটের বাসিন্দা তিনি
 
০৩ রা জুলাই, ২০১৬  রাত ১২:৪৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: জি ভাই। খারাপ লাগে 
 
বাংলার মাটিতে সন্ত্রাসের ঠাই নাই
২| 
০৩ রা জুলাই, ২০১৬  রাত ১২:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: দুঃসাহসিক অভিযান।
 
০৩ রা জুলাই, ২০১৬  রাত ১:০১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হুম , 
 
৩| 
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ১২:৩০
মহা সমন্বয় বলেছেন: মাত্র ৭ টা ছোকরাকে শায়েস্তা করতে সারা রাত লেগে গেল!!! 
  বাংলাদেশের সবগুলো শসস্ত্রবাহিনী মিলে সারা রাত ধরে পুঁচকে ৭ জঙ্গিকে কুপোকত করল। কাজের কাজ কিছুই হল লোকগুলোকে তো বাঁচাতে পাড়ল না।  
   
দিনেই যদি হামলা চালাতে হল তাহলে আর শসস্ত্র বাহিনীর প্রয়োজন কি ছিল। এসব পুলিশ,র্যাব না সাধারণ মানুষই রাতেই ওই জঙ্গিদের ধরে ফেলত। 
৪| 
০৪ ঠা জুলাই, ২০১৬  রাত ৩:৫৯
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: মহা সমন্বয়, আমার যেটা মনে হয়- সশস্ত্র বাহিনী জঙ্গিদের সাথে কোনো ভাবে একটা আপসে যেতে চেয়েছিলো এজন্যই সময় নিয়েছিলো। যতদূর জানা যায় হত্যাকাণ্ডগুলি এটাকের প্রথম কয়েক ঘণ্টাতেই করা হয়েছিল। আমি বুঝি না আর কিভাবে ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার কথা ভাবছেন আপনারা!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬  রাত ১২:৪০
ঝরা পাতার ক্ষরা দিন বলেছেন: কি ভয়ংকর !! ভুক্তভোগীদের কথা ভাবতেই কষ্টে মন ভরে যায় । সন্ত্রাসমুক্তো হোক বাংলার মাটি ।