![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিঃ টম। তোরে আমি ঘর পাহারা দিতে বলেছিলাম না?? খাবার চুরি হল ক্যামনে? এখন তোরে কি শাস্তি দিমু ক।
টমঃ বিশ্বাস করেন বস, আমার কোন দোষ নাই। একটু ঝিমানি আইছিল বলে শুয়ে পড়ছিলাম। কিন্তু এভাবে ঘুমায়া পড়ব, ভাবতে পারি নাই। সব জেরির কাজ। এবারের মত মাফ করে দেন বস। চাকরি চলে গেলে বিবি বাচ্চা নিয়া পথে বসতে হবে।
জেরিঃ হা হা বিলাই এবার ভালই জব্দ হইছে। উলালা উলালালা।
ছোটবেলার সবচেয়ে প্রিয় চরিত্র। জেরিকে মোটে সহ্য করতে পারতাম না। এখনো পারি না। কিন্তু বেচারা টম কোনদিন জিততে পারল না। আফসুস!!!
আমিঃ ওই বদমাইশ, দাড়া কইতাছি। ধরতে পারলে আজ তোর একদিন কি, আমার যে কয়দিন লাগে।
স্কবি ডুঃ এবারের মত মাফ কইরা দেন বস। আমার ব্যাকা লেজের কসম, আর কখনো আপনার বাড়ির হাড়িতে মুখ দেব না। আজই আমি আমেরিকার মাল আমেরিকায় ফিরে যাব।
স্কোবি ডু। খুব উপভোগ করতাম কার্টুনটা। মুভিতে কুকুরটার ভয়েস কাস্টিং টা ছিল দারুন।
বানিঃ এই ডায়লগটা দেখা যাচ্ছে।
আমিঃ বদমাইশ, তোর স্টাইল নকল করছি না। আমি ক্যামেরাম্যানকে ক্যামেরা কিভাবে ধরতে হবে তাই শিখাচ্ছি। সময় থাকতে ভাল করে একটা পোজ দে। এটাই শেষ ছবি।
লুনি টুনস এর সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার এই বানি মহাশয়। এনার ভয়েস টাও জোশ!!!
আমিঃ এটা আমার পোষা ড্রাগন, ফ্রান্স। আমার সাথে কোন তাং ফাং করেছ, কি মরেছ!!
টুথলেসঃ খালিসি, তোমার মাদার অফ ড্রাগন বলে ভাব নেবার দিন শেষ। আমার মাস্টার কে নিয়ে কয়েকদিন পর ওয়েস্টেরস আসছি। তৈরি থাইক। মনে রাখবা, আমার নাম কিন্তু নাইট ফিউরি।
নাম এবং কর্ম দুইটাই ভয়ংকর হলেও, ড্রাগন টা কিন্তু মারাত্মক কিউট। এনিমেশন লাভারদের অনেকেরই ফেভারিট। যারা হাউ টু ট্রেইন ইওর ড্রাগন দেখেছেন এবং গেম অফ থ্রোনস সিরিজ দেখেন, তারা ডায়লগ টা বুঝতে পারবেন।
গারফিল্ডঃ এহ, পাশের কাল পোলাটার পোজ দেখে মনে হচ্ছে, উনি একাই ভাল ভাব নিতে পারে। নে, আমিও ভাব নিলাম। এবার দর্শকই বিচার করুক, কে কিউট আড় কে লুজার!!!!!
ওয়ান এন্ড অনলি গারফিল্ড। নাদুস নুদুস বিলাই।
আমিঃ হ্যালো, মফিজ। তোরা কই?
----
হ, হ। আমি আইতাছি।
----
হুম, কানকাটা মেকুর ভাইকে নিয়ে আসছি। আজ বেবাকরে খুন কইরা ফেলাইব। বিশাল রাগী মুডে আছে।
-----
তোরা মুরগী জাহাঙ্গীরের আস্তানা ঘেরাও দে। আজ রক্তারক্তি কাণ্ড ঘটবে।
পুস ইন বুটসঃ খালি একবার আমারে জায়গাটা দেখায়া দে। কত গমে কত আটা হয় টা আজ বুঝবে শালারা!!!!
বিলাই, তবে ব্যাড অ্যাস এটিচিউড। খুব ফেভারিট ক্যারেক্টার।
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ
কিন্তু লেখা কি বোঝা যাচ্ছে??? লেখা না বোঝা গেলে মজা অর্ধেকই মাটি
২| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
মুসাফির হাসান বলেছেন: মজা পাইলুম
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধইন্যাপাতা আপনাকে
৩| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
গেম চেঞ্জার বলেছেন: এত ছোট লেখা!!!!!! লিখে দেন না একটু নীচে......। প্লিজ।
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ভাল কথা বলেছেন। এখনই এডিট দিচ্ছি
৪| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: অস্থির হইছে ভাইয়া তবে লিখাগুলো জুম করে পড়তে হচ্ছে
১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৬
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: এবার ডায়লগ এড করে দিলাম। পড়ুন
৫| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১
অশ্রুকারিগর বলেছেন: ডায়লগ এড করে দেওয়ায় ভালো হইছে। অসাধারণ আইডিয়া। কমিকস ক্যারেক্টারের সাথে কিছু সময়। পোস্টে প্লাস।
১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: হা হা অনেক মজা পেলাম ভাইয়া।
১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৭| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১১
হাসান মাহবুব বলেছেন: ভালা তো!
২০ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৮| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৩:৫১
ইন্দ্রনাথ বলেছেন: তথ্যবহূল মজার পোস্ট।
৯| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: মজা পেলাম
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ভাল্লাগছে