![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দৈনন্দিন জীবনে এবং সাহিত্যে কিছু কথা রুপকার্থে ব্যবহার করা হয়। দুই ক্ষেত্রেই এতে বাক্যের মান বৃদ্ধি হয়। কিন্তু কথাগুলো যদি আক্ষরিক অর্থে ধরি তাহলে কেমন দাঁড়াবে, আসুন তার কয়েকটা দেখার চেষ্টা করি--
১.যমে মানুষে টানাটানি
[ভাবুন তো, এখানে যম হল কালো আলখেল্লা পরা বিশালদেহী একজন। সে অসুস্থ মানুষের একপাশ ধরে টানছে আর রোগীর শুভাকাঙ্ক্ষী এবং ডাক্তারেরা অন্য পাশ ধরে। এক বিশাল tugs of war চলছে। কেমন লাগবে!!!]
২. মৃত্যুর সাথে পাঞ্জা লড়া
[এখানেও ধরুন, মৃত্যু হল কালো আলখেল্লাধারী। সে রোগীর এক হাত ধরে পাঞ্জা লড়ালড়ি করছে!!!]
৩. মাথার তার ছিড়া
[কল্পনা করুন, একজনের মাথায় ঘিলুর পরিবর্তে ঢাকার কোন বিদ্যুতের খুটির মত অজস্র তারের এক প্যাঁচানো জঞ্জাল রয়েছে। তার মধ্যে কয়েকটা তারের কালো রাবার কোটিং ছিড়ে গিয়ে ভিতর থেকে কয়েকটা তামার চিকন তার উকি দিচ্ছে। চোখ বন্ধ করে ভেবে ফেলুন। মাথার তার ছিড়া বলে কথা।]
৪. মাথার স্ক্রু ঢিলা
[এবার ভাবুন, কারও মাথা হার্ডিঞ্জ ব্রিজ বা গ্রামিনফোন-বাংলালিংকের টাওয়ারের মত লোহার মোটা পাত দিয়ে তৈরি। সেগুলোরে ধরে রাখছে লোহার অজস্র বোল্ট ওরফে স্ক্রু। যেন তারা মাথার এই লৌহ নিউরাল নেটওয়ার্ক এর সিন্যাপ্স বা জোড় পয়েন্ট। এবার কল্পনার চোখে দেখুন, কয়েকটা স্ক্রু ঢিলা হয়ে বেরিয়ে আছে, যেন যে কোন মুহুর্তে খসে পড়বে। ব্যাপারটা বেশ ক্রিপি!!! ]
৫. কথাটা মাথার দশহাত উপর দিয়ে গেল
[এবার আরও বেশি কল্পনার সাহায্য নিতে হবে। কথাকে কম্পন না ভেবে ভাবুন কোন মিসাইলের মত। সেটা ক্রমাগত আগুন নিঃসরণ করতে করতে বক্তার মুখ থেকে বেরিয়ে শ্রোতার মাথার ১০ হাত উপর দিয়ে হাইপারসনিক বেগে বেরিয়ে গেল চোখের পলকে। আর শ্রোতা বোকার মত ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল ক্রম অপসৃয়মান অগ্নিপুচ্ছধারী কথার দিকে। আহ, বড্ড প্যাথেটিক!!!]
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ভাবুন একজন মানুষের কথা, যে কিনা কোন লেখা পড়ে এমন অবাক হয়েছে যেঃ তার শরীরের উপরের অংশ বাকিয়ে গেছে, তারপর তার পা দুটো শরীরের পিছন দিকে বাকিয়ে বাংলা ব্যঞ্জন বর্নমালার ১৭ তম অক্ষর "থ" এর আকৃতি ধারন করেছে
আহ, কি অবস্থা।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৬
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: মজা দিতে পেরেছি।
তালিয়া তালিয়া
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৮
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: কান্না--দুস্টামি--হাসি।
এত হার না মানা সংগ্রামী জীবনেরই কার্টুনিক উপস্থাপন
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩
হাসান মাহবুব বলেছেন: ভালো কল্পনাশক্তি আছে আপনার।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আমি আমি জানি জানি,
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
শামচুল হক বলেছেন: মজার পোষ্ট।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৯
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে
মজা পেলেই রম্য স্বার্থক
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া যমে মানুষে টানাটানিটাই ভয়ংকর!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২০
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০
ধ্রুবক আলো বলেছেন: ভাই শেষের টা চরম লেখছেন, পুরাই কল্পনায় আটকায়া গেলাম
দারুন অসাধারন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৩
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ভাবুন, কল্পনা একটা ভয়ানক প্রাণী। যেটা কিনা মাকড়সার মত জাল বুনতে পারে। জালের ফাঁদ পেতে মানুষ ধরে।
এবার আপনি সামুতে একটা রম্য পড়তে গিয়ে অসাবধানে সেই কল্পনার জালে আটকিয়ে গেলেন।
আহ, দুঃখিত
আপনার এহেন দুরবস্থার জন্য
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
জনৈক অচম ভুত বলেছেন: আপনার লেখাটারে বজ্রপাতের সাথে তুলনা করা চলে। আমি বজ্রাহত।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ না
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৮
শেয়াল বলেছেন: খেকজ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: রকজ
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
গেম চেঞ্জার বলেছেন: শেষেরটা পইড়া থ হয়ে গেলামমম