![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কংক্রিট জংগলের ধুলোমাখা কঠিন পাথুরে পথ স্মৃতির কানাগলিতে আটকে থাকা
বর্ষার জলে ধোয়া সোদা মাটির গন্ধমাখা পথটাকে মনে করায়।
কি অদ্ভুত!
বিরামহীন হেটে চলি এক বিষন্ন ব্যস্ততাভরা শহরে নিরন্তর;
মরা চোখের ছড়াছড়ি অহর্নিশি আমাকে দংশায়,
অথচ নিত্য ভোরের দর্পনে আমার অক্ষিও মৃতপ্রায়।
করোটির ভিতর শৈশবটাকে বাঁচিয়ে রেখেছি অনেক যাতনা সয়ে,
সেও আজ হাল ছেড়ে করুণ নয়নে তাকায়।
আমি বুঝি মূমুর্ষ রোগীর যাতনা;
তবুও স্বার্থপরতার গোঁড়ামি আমাকে আটকায়,
মন হয়ে যায় পাথর, কিন্তু ধরা যে আজ অনুভুতিশুন্যপ্রায়!
আজ আর স্বপ্ন দেখি না মনের ভুলে,
তবে হায়, লক্ষ্য আমায় টানে অবাক ভালবাসায়,
কবে যেন হারিয়েছি আত্মসত্তাকে বহমান নাগরিক বাস্তবতায়।।
২| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩
শেয়াল বলেছেন: ভালো লেগেছেল
৩| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪০
ফারিহা নোভা বলেছেন: অদ্ভুত সুন্দর