নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশ

এমদেশ

এমদেশ › বিস্তারিত পোস্টঃ

জিপি ইন্টারনেট, স্লো নেট স্পিড: টেক হেল্প চাই

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৩





এলাকার একমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতাম। কিন্তু তাদের কারিগরি বিভিন্ন সমস্যার কারণে সেই সার্ভিস গত এক মাস ধরে বন্ধ। নিরুপায় হয়ে নোকিয়া ৩১১০ ক্লাসিক (Nokia 3110 C) মোবাইল সেটকে মডেম হিসেবে ব্যবহার করে গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহার করছি। কিন্তু এত ধীর গতির ইন্টারনেট যে একটি পেজ লোড হতে অনেক সময় লাগে। সামুর পেজটি লোড হতেই ৩/৪ মিনিট সময় লেগে যায়। একসাথে ২টি পেজ ওপেন করলে পিসি হ্যাং হয়ে যায়। ফলে নেট ব্যবহার এখন চরম বিরক্তিকর হয়ে উঠেছে। আমি যে স্পিড পাচ্ছি তাতে মনে হয় বিকল্প কোনো সেটিং কনফিগার না করার ফলে এত স্লো স্পিড পাচ্ছি।



আমার সেটিং- এ কোনো ভুল আছে কিনা বুঝতে পারছি না। কোনো প্রক্সি বা আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইন্টারনেটের স্পিড কি বাড়ানো যায়?



এ ব্যাপারে সামুর যেসব ব্লগার জিপি ইন্টারনেট ব্যবহার করছেন তাদের হেল্প চাই। অভিজ্ঞরা অনুগ্রহ করে বিস্তারিত জানাবেন আশা করি। আমি উইন্ডোজ এক্সপি ব্যবহার করি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: লাথ্থি মাইরা ফালাইয়া দেন এগুলারে.......
কোনটাই কামের না

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৫

এমদেশ বলেছেন: তাহলে কী সব মোবাইল কোম্পানির ইন্টারনেটের এমন দশা? আর লাত্থি তো এসব প্রতারক কোম্পানিদের মারা উচিত।

২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

এন ইউ এমিল বলেছেন: উস্টা মারেন অইডার কপালে

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

এমদেশ বলেছেন: উষ্টা তো এসব প্রতারক মোবাইল কোম্পানিকে মারা উচিত যারা উচ্চ গতির ইন্টারনেটের কাল্পনিক বিজ্ঞাপন দেয়।

৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬

poops বলেছেন: জিপির স্পীড এমনই। মাঝে মাঝে একটু উন্নতি হয় তাপর আবার ঝিমাতে থাকে। সামু ফেসবুকের মোবাইল ভারসন ব্যবহার করে দেখতে পারেন।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯

এমদেশ বলেছেন: এমন ঝিমানো গতির ইন্টারনেট নিয়ে জিপি'র গলাবাজি কেন? স্পিডই যদি না থাকলো তবে ইন্টারনেট সার্ভিসের নামে লাখ লাখ গ্রাহকের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে কেন?

৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৫

এমদেশ বলেছেন: জিপি ইন্টারনেট এর আগে কখনো ব্যবহার করিনি। বিস্মিত হয়েছি এরকম কচ্ছপ গতি দেখে! এই স্পিড তো টিএন্ডটির ডায়াল-আপ ইন্টারনেটের চেয়েও জঘন্য। অথচ গ্রামীণফোনই নাকি দেশের সবচেয়ে বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর! গ্রামীণেরই যদি এই হাল হয় তবে অন্য মোবাইল কোম্পানিগুলোর অবস্থা কেমন?
সাবমেরিন কেবল, থ্রিজি কত কিছুই না হলো অথচ ইন্টারনেটের গতি বাড়লো না। আবার নাকি ব্যান্ডউইডথ বিক্রি করা হবে ভারতের কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.