![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভিউসনিক এলসিডি মনিটরে হঠাৎ করে কালার প্রোবলেম দেখা দিয়েছে। রঙ ফ্যাকাশে ও বিবর্ণ দেখাচ্ছে।
কালার স্বাভাবিক যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না। এটা কী রিপেয়ার করা সম্ভব? ঢাকায় অভিজ্ঞ মনিটর সার্ভিসিং ও মেরামতের প্রতিষ্ঠানের ঠিকানা জানালে উপকৃত হবো। প্লিজ হেল্প করুন।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০
এমদেশ বলেছেন: @ লজিক মানুষ, স্থায়ীভাবে ফেড হয়ে গেছে। রিপেয়ারিং করা হলে কী কালার স্বাভাবিক হবে?
পরামর্শের জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১
লজিক মানুষ বলেছেন: সম্ভবনা কম। তবে দেখাতে পারেন। যদি শুধু রিবনের উপর দিয়ে যায় তবে বেচে গেলেন।
তবে তার আগে আপনার মনিটর অন্য একটা সি পি ইউ এ লাগিয়ে দেখেন, অনেক সময় গ্রাফিক্স এর কারনে এটা হতে পারে।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
এমদেশ বলেছেন: এক কথায় বলা যায় light blueish-green hue বা look like a blue-green- এমন অবস্থা। এলসিডি মনিটর রিপেয়ারিং- এ অভিজ্ঞ প্রতিষ্ঠানের নাম-ঠিকানা কেউ জানালে উপকৃত হবো।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
লজিক মানুষ বলেছেন: এলিফ্যান্ট রোডে কিছু ভাল সার্ভিসিং এর দোকান আছে। দেখাতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
লজিক মানুষ বলেছেন: সাধারনত একটা এল সি ডি মনিটর একটা নির্দিষ্ট টাইম চলার পর পর কালার ফেড করে রিসেট করে নেয়। কিন্তু সেটা মাত্র ৫সেকেন্ড এর জন্যে।
আপনার কি ঐ রকম হয়েছে নাকি স্থায়িভাবে ফেড হয়ে গেছে? স্থায়িভাবে ফেড হয়ে গেলে রিপেয়ারিং করা লাগবে। ভাল হবে এলিফ্যান্ট রোডে।