![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার বাসায় ল্যাপটপ ব্যবহার করি, ফেসবুক, মেইল চেক করি। আবার অফিসেই সেই একই আইডি ব্যবহার করে ফেসবুক, মেইল চেক করি তবে তা আলাদা পিসিতে।
কিন্তু অফিসে যে পিসি ব্যবহার করি তা মোটা মুটি একই পিসিতে অনেকজন মিলে ফেসবুক, মেইল চেক করি। বিষয়টা ক্লিয়ার করি, ৮টা পিসি আমরা ১৪ জন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি।
সমস্যা হল; আমার বাসার ল্যাপটপে যখন ফেসবুক লগইন করতে যাই, যেখানে মেইল আইডি উল্লেখ করতে হয় সেখানে দেখি আমার অফিসের কলিগদের মেইল আইডি আসে। একই ঘটনা ঘটে মেইলের ক্ষেত্রেও অথচ আমার ল্যাপটপে তাদের কেউ কোন দিন লগইন করেনি।
আমিও কোনদিন তাদের মেইল আইডি ব্যবহার করিনি।
কিন্তু ইহা কিভাবে সম্ভব? কেউ কি সমাধান দিতে পারেন?
©somewhere in net ltd.