![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিনের চালে ছ্যারছ্যারানি শব্দে
টনক নড়ে আমার
আধো বুঁজে থাকা চোখে
শিয়রের জানালা চাপিয়ে
ফিরি বিছানায়
কাঁথামুড়ি দেয়ার লোভ সংবরণ হয় না
খানিক বাদে ঘুম ঠিকই ভাঙে, তবে গরমে
ওমা! বৃষ্টি কোথায়?
ছ্যারছ্যারানি শব্দমূলে তাকিয়ে দেখি
তিনোর্ধ্ব দেবশিশু বারান্দায়
চেয়ারে দাঁড়ানো, পুরো নাঙ্গা
রস আস্বাদনের বয়স না হলেও
ছেলেটা রসিক বটে
বলি, ঘুমে ভাঙানি ছ্যারছ্যারানি শব্দপিতা
ঘরের চালায় কেন?
দু'ফোটা জল প্রাণ সঞ্চারে ব্যয় করতে পারতে
দেখনি, পাশের বারান্দায় মৃত গাছ সমেত টবের সারি।
ভর দুপুরে ২৪ এপ্রিল, ২০১৭
©somewhere in net ltd.