![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেসময় এখন অতীত
যখন তুমি কথায় কথায় বলতে
ওরে আমার 'পুরুষ সিংহ,'
আজ এতদিন পর...
সেই তুমিই বলছো
তোমার 'পুরুষ' নাকি 'আমড়া কাঠের' ন্যায়
আর, তোমার পুরুষ তোমাকে 'মাদার কাঠের' সাথে তুলনা করে।
এই উপর্যুপরি তুলনা, মিল-অমিলের বেসাতি।
খুঁজতে খুঁজতেই পড়ন্ত বিকেলে চলে আসে
এখন বসে বসে চা খাওয়ার সময়।
জীবনে যেন কোন কিছুতেই মিল খুজে পাওনা
এ যেন অমিলের আড়ত, যৌথ অশান্তির কারবার
শুধু সন্তানের বেলাতেই মিল খুজে পাও
সবগুলো যেন 'কলা গাছ'
৫ মে, ২০১৫
০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০
আমি_শাওন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা