![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছের গায়ে ছোট গর্তে থেকেও
টিয়া পাখি সুরে গান গায়,
সুরম্য অট্টলিকাতেও মানুষ বেসুরো,
খেদ নিয়ে তাকিয়ে টিয়া পাখির উড়ে যাওয়া দেখে।
ছাদে জমে থাকা জলেও কাক
সাগরস্নানের আনন্দে ভাসে
সেথা চকচকে লোলুপ দৃষ্টি মানুষের
মহাসাগর জলেও যে তার সুখ হয় না।
২৫ মে, ২০১৬
২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৫
Al Rajbari বলেছেন: অনুচ্ছেদটি ছোট হলেও
লাইনগুলো বেশ ভারি।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:০৩
কানিজ রিনা বলেছেন: সেথা চকচকে লোলুপ দৃষ্টির মানুষের
মহাসাগর জলেও যে তার সুখ হয়না।
কাকের মানায় ছাদের জলে স্নান করে
আত্ব্য তৃপ্তি। ভাল লাগল ধন্যবাদ,