নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি_শাওন

নিজের ইচ্ছে খাতা

আমি_শাওন › বিস্তারিত পোস্টঃ

দুই জীবন

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৫৩


আজকের সকালটা ধর্ষিতার আত্মচিৎকারে ঘুম ভেঙ্গেছে,
হেলে পড়া বাড়ি শরীরের উপর পরে যাবার আতংকে দৌড়ে বেড়িয়েছি,
আজকের দুপুরে লোকাল বাসের দুঃসহ গরমে জ্যামে বসে কাটিয়েছি,
জ্যাম ছাড়তেই একটা ঢিল আসতে দেখলাম বিদ্যুৎ বেগে,
কিন্তু তড়িৎ কিছুই মনে করতে পারলামনা
কেন আমি হাসপাতালে? কেটে গেল বিকেল-সন্ধ্যা,
রাত্রি বেলাটা নীরবেই কেটেছে,
বুকের কাছটায় খানিকক্ষণ পরপর ভিজে উঠছে, উঠুক,
জানি এই বর্তমান ফেরানো যাবেনা।

অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল, বাইরে বৃষ্টি তবু
কোলেস্টেরল ঠিক রাখতেই সকালের দৌড় শুরু
নাস্তার টেবিলে পত্রিকায় কিছু নেই পড়বার, সেই একই ঘ্যান ঘ্যান
সারাটাদিনের মূল্য কোটি-লাখো-হাজার টাকায় বিক্রি করে
সন্ধ্যায় আড্ডা, ক্লাব কিংবা অন্যকিছু...
বাসায় পুরানো চেহারা, কিছু বাহাস, লোকলজ্জার ভয়ে তবু মেনে নেয়া
সিরিয়ালের শিকার-শিকারীর দৌরাত্ব্য, প্রতিদ্বন্দিতা পূর্ণ শত্রুতা
শেষটুকু জানা হয়না..

৪ জুন, ২০১৩

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৫৭

বিজন রয় বলেছেন: আজকের সকালটা ধর্ষিতার আত্মচিৎকারে ঘুম ভেঙ্গেছে,

নাহ! এমনভাবে ঘুম ভাঙুক তা চাই না। কখনো না।
এমন সকাল আসুক যেখানে থাকবে না কোন চিৎকার, হাহাকার।

অনেক ভাল লাগল সামাজিক প্রতিচ্ছবি।

২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:

খুব সুন্দর লাগলো +

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.