![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা জীবন চুপ করে থেকে
অবশেষে কদমবুসি করার সুযোগ পেয়েছে
তিনি মানে---গুরু, ওস্তাদ
খুশি হয়ে যা দিয়েছে তার নাম সেলামি
আমি বলি
যে পুরষ্কার পেয়েছো তার মূলত গোলামি।
পুরষ্কার গলায় বেল্ট আকারে ঝুলিয়ে
বাইরে এসে বললেন
আদর্শের পরীক্ষায় উত্তীর্ণের মূল্যসরূপ এই সেলামি
আমি বলি
সারাজীবন সাধনা করে যে পুরষ্কার অর্জন করতে হয়
তার আসল নাম গোলামি।
গোলামির জয় হোক, সেলামির জয় হোক।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: জয় হোক মেহনতি মানূষের।