![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধস, মরণের প্রতিশব্দ
মৃত্তিকা ধসে শ্বাস নেয়ার অভাবে শেষ পরিণতি
আর্থিক ধসে স্বেচ্ছা প্রয়াণকে আত্মহনন বললেও
মানবসৃষ্ট প্রাকৃতিকহননকে
অতর্কিত, অনাকাঙ্খিত ও অস্বাভাবিক মৃত্যু নামে জ্ঞাপন করি
অমোঘ সত্য, তোমরা আজ মৃত
স্বাভাবিক মাটিচাপায় নয়
তোমরা সমাহিত হতে বাধ্য হয়েছ পাহাড়চাপায়।
আর, বিবৃতির পর্বতচাপায় পড়েছে একদিনের
এক সপ্তাহের
কিংবা
বছর বছর ক্ষতে নুনের ছিটা দেয়া লোকগুলো, মাধ্যমগুলো।
শৃঙ্গে থেকেও কেউ কিছু করতে পারেনি
তুমি, তোমরা যে মৃত।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১
Imtiaz Arnab বলেছেন: অসাধারন।