![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু না ভেবেই বলেছিলে
কিস্তি চূড়ায় ঠেকবে
আজো মনস্থির করতে পারনি
কখন দাঁড় টেনে ধরবে
মাথা ন্যাড়া করে বলেছিলে
আষাঢ়ে কদম গাছে নয়
মাথায় করে রাখতে হয়
বাতাসে কি উড়াবে
ভেবে কিছু না পেয়ে বলেছিলে
বাউলা বাতাসে চুল বেঁধে নয়
ছেড়ে দিতে হয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৭ সকাল ১০:১৪
পার্থিব লালসা বলেছেন: ভাল