![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমানার এপারে-ওপারে পাহারা প্রহরীর
ভুল পা ফেললেই জীবন নিতে প্রস্তুত উত্তপ্ত সীসা
বিদ্যুত বেগে এফোঁড়-ওফোঁড়, ছিন্ন-ভিন্ন হবে শরীর
জীবন দিতে বাধ্য থাকিবে অবাধ্য কারবারি
ঝুলে থাকা মৃতদেহও বাদ যায় না, কিংবা
মেরে ঝুলিয়ে রাখা হয়, কারবারিদের দেখাতে
দেখ, এভাবেই মরে পরে থাকবি।
প্রতিবাদ হবে, মিছিল হবে, ভুল তদন্তও হবে বহুবার
পতাকা নিয়ে ছুটে আসবে-যাবে একদল গণ্ডার
তবু বিচার মিলিবে না, বিচারের যে পাসপোর্ট নেই
ভিসা দেবার নিয়ম নেই
মানবতা হোঁচট খেয়ে ফিরে আসে বিমানে করে।
আবার সেই একই বিমানে আসে রক্ত,
কেউ আহত হয়নি, কবি দৌড়ে গিয়ে দেখে
এ তো তাজা বোম্বে গ্রুপ রক্ত, লাল ইষৎ ঠান্ডাও বটে
প্রাণের আকুতি নিয়ে এসেছে এই পাসপোর্টবিহীন রক্ত
আহত মানবতার চিকিৎসা হবে,
দৌড়ে বেড়াবে শরীর নামক মহাবিশ্বে
দেশ হতে দেশে, মহাদেশে, পুরো বিশ্বব্রহ্মাণ্ডে।
১৯ জুন, ২০১৬
©somewhere in net ltd.