![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যখন আহ্লাদ করে 'নাহ' বলো
আমি তখন ধৈর্য্য ধরি
খানিকক্ষণ অপেক্ষা করি
একটু পরেই বলবে তুমি
তোমার কথা কি অবজ্ঞা করতে পারি
নিঃশব্দ তোমার বচন আমি
একটু...একটুই পড়তে পারি
মুখে তুমি যাই বলো
কর্মে তুমি প্রমাণ কর
আমায় অনেক ভালবাসো
তুমি যখন আহ্লাদ কর
আমি তখন ধৈর্য্য ধরি
তুমি কখন রাগ কর
সেই অপেক্ষায়ও অামি ধৈর্য্য ধরি
তোমায় যে আমি ভালইবাসি
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১০
এম এ কাশেম বলেছেন: আহ্লাদে না করতে নেই
না এর মাঝে যে হ্যাঁ লুকিয়ে থাকে।
শুভ কামনা,